করোনা সংক্রমণ রুখতে মেট্রোয় টোকেনের বদলে শুধুই স্পর্শহীন স্মার্ট কার্ড!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
স্পর্শ মানুষে মানুষে এড়াতে মেট্রো রেলের টিকিট ইস্যু করার জন্য টোকেনের বদলে স্মার্ট কার্ড চালু হতে পারে।
#নয়াদিল্লিঃ করোনা রুখতে এবার সম্ভবত টোকেন ব্যবস্থা তুলে দেবে মেট্রো রেল। লকডাউন উঠলে মেট্রো রেলের ভিড় ঠেকাতে কী ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ এড়াতে মেট্রোয় টোকেন ব্যবস্থা উঠে যেতে পারে বলেই সূত্রের খবর। স্পর্শ মানুষে মানুষে এড়াতে মেট্রো রেলের টিকিট ইস্যু করার জন্য টোকেনের বদলে স্মার্ট কার্ড চালু হতে পারে।
লকডাউন পর্ব মিটলে মেট্রো চালু হলে মেট্রোয় সফরের সময় সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দু-জন যাত্রীর মধ্যে নিয়মানুযায়ী যতটা প্রয়োজন ততটা দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া নিয়ম মেনে লাইন করে রেকের মধ্যে প্রবেশ করতে হবে। নামতে হবে সেভাবেই। ভিড় নিয়ন্ত্রণ থেকে স্ক্রিনিং বাধ্যতামূলক ভাবে সব মেট্রো স্টেশনে চলবে। এমতাবস্থায় টিকিতের বিষয়েও ভাবনাচিন্তা চলছে। প্রসঙ্গত মঙ্গলবার লকডাউন নিয়ে একটি রিভিউ মিটিং করে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। সেখানে মেট্রো রেল চালু করার বিষয়ে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে।
view commentsLocation :
First Published :
April 30, 2020 2:32 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সংক্রমণ রুখতে মেট্রোয় টোকেনের বদলে শুধুই স্পর্শহীন স্মার্ট কার্ড!