হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
লকডাউনে কর্মরত ডেলিভারি এজেন্টদের প্রশংসা Amazon, BigBasket, Grofers, MedLife-র

Amazon, BigBasket, Grofers এবং MedLife, COVID-19-এর লকডাউনের মধ্যে কর্মরত ডেলিভারি এজেন্টদের নির্ভীকতার প্রশংসা জানাচ্ছে

এর আগে অ্যামাজন ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছিল, চাহিদার সঙ্গে তাল রেখে পরিষেবা দিতে শীঘ্রই ৫০ কর্মী নিয়োগ করবে এই সংস্থা ৷ কিন্তু আপাতভাবে অস্থায়ী রূপে নিয়োগ করা হবে এই কর্মীদের বলেও জানিয়েছে সংস্থা ৷ উচ্চমাধ্যমিক পাস হলেই মিলবে সুযোগ ৷ ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির টার্গেট রয়েছে এই সংস্থার ৷এই মাসের শুরুতেই অ্যামাজন তাদের কর্পোরেট ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৩৩ হাজার কর্মী নেওয়ার কথা ঘোষণা করে। এর আগে গেল মার্চ ও এপ্রিলে ১ লাখ ও ৭৫ হাজার কর্মী নেয় প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যামাজন ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছিল, চাহিদার সঙ্গে তাল রেখে পরিষেবা দিতে শীঘ্রই ৫০ কর্মী নিয়োগ করবে এই সংস্থা ৷ কিন্তু আপাতভাবে অস্থায়ী রূপে নিয়োগ করা হবে এই কর্মীদের বলেও জানিয়েছে সংস্থা ৷ উচ্চমাধ্যমিক পাস হলেই মিলবে সুযোগ ৷ ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির টার্গেট রয়েছে এই সংস্থার ৷এই মাসের শুরুতেই অ্যামাজন তাদের কর্পোরেট ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৩৩ হাজার কর্মী নেওয়ার কথা ঘোষণা করে। এর আগে গেল মার্চ ও এপ্রিলে ১ লাখ ও ৭৫ হাজার কর্মী নেয় প্রতিষ্ঠানটি।

হাজারো সাহসী ডেলিভারি এজেন্টরা সময়মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো কঠিন কাজটি সম্ভব করে তুলেছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: লকডাউনের সময়ে প্রয়োজনীয় পরিষেবাগুলি যেমন, সাপ্তাহিক মুদি বা ওষুধের মাসিক সরবরাহ পাওয়া যাচ্ছে। পুরো দেশে ২১ দিনের লকডাউনের ফলে সমগ্র জাতির উপর চাপ সৃষ্টি হয়েছে। বিভিন্ন কারণে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হলেও বৃদ্ধ, শিশু এবং যাঁরা অসুস্থতার কারণে দোকানে যেতে পারবেন না তাদের সমস্যার সমাধান হবে কিভাবে ?

তবুও, আমাদের জীবন ধারণের প্রাত্যহিক প্রয়োজনীয় খাদ্য,ওষুধ এবং জিনিসগুলির দরকার। এমন হাজারো সাহসী ডেলিভারি এজেন্টরা সময়মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো কঠিন কাজটি সম্ভব করে তুলেছে। এই ভয়ানক সঙ্কটের সময়েও যাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে এই কাজটি হচ্ছে তাঁদের আমরা কুর্নিশ জানাই।

পরিষেবাগুলি চালু রাখা মানুষদের কাছে একটি শ্রদ্ধা নিবেদনের জন্য, Amazon, BigBasket, Grofers এবং MedLife একটি ভিডিও বানিয়েছে যা, প্রতিদিন সমগ্র জাতিকে যে ব্যবস্থাটি সাহায্য ক'রে চলে, সেই ব্যবস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে।

#HumSabEkSaath-এর মূল সুরটি আমাদের বার বার বাড়িতে সুরক্ষিত থাকার কথা মনে করিয়ে দেয়,হাতে হাত ধরে একত্রিত হয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে উদ্বিগ্ন নাগরিকদের তাজা সবজি, গুরুত্বপূর্ণ ওষুধ ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। স্বল্প সময় এবং সামাজিক দূরত্বের মতো বাধার মধ্যেও তৈরী এই ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যায়। কেন? কারণ আমরা দিনের শেষে এখনও এক, অখন্ড একটি জাতি এবং প্রচন্ড দরকারে যারা আমাদের পাশে সবসময় আছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের একান্ত কর্তব্য।

এখানে #TogetherforIndia ভিডিও দেখুন।

একটি বিজ্ঞাপনের প্রতিবেদন

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Amazon, BigBasket, Coronavirus, Grofers, MedLife