মানবিক ঐশী, ২০০ ঠিকা শ্রমিকের পরিবারের হাতে পৌঁছে দিলেন খাবার

Last Updated:

স্বাস্থ্যকর্মীরা বারবারই বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন একমাত্র পথ। তবে লকডাউন সঠিক ভাবে কার্যকর করতে গেলে সমস্ত গরীব মানুষদের খাদ্যের ব্যবস্থা করতে হবে।

#নয়াদিল্লি: লকডাউনে কাজ বন্ধ। ঘরে নেই কোনও খাবারের জোগান। সঞ্চয়ও শেষ হয়ে আসছে। শনিবার এমন বহু মানুষের পাশে দাঁড়ালেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ ঐশী ঘোষ।
এদিন সিটুর উদ্যোগে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় গ্রাফাইড কারখানার ঠিকা শ্রমিক ও তাদের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। গোটা আয়োজনে নেতৃত্ব দিলেন ঐশী। প্রায় ২০০ ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঐশীরা।
স্বাস্থ্যকর্মীরা বারবারই বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন একমাত্র পথ। তবে লকডাউন সঠিক ভাবে কার্যকর করতে গেলে সমস্ত গরীব মানুষদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। কারণ কয়েক কোটি মানুষের রুজিতে টান পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা অসংগঠিত ক্ষেত্রের। দেশের এক তৃতীয়াশ জিডিপি যে ক্ষেত্রের উপর নির্ভরশীল।
advertisement
advertisement
ঐশী এদিন বলেন,"সরকারি সদিচ্ছার অভাবে গরিব মানুষ খাবার পাচ্ছে না। ফলে তাঁরা রাস্তায় বেরিয়ে পড়তে পারে। আর তেমনটা হলে লকডাউটাই ব্যর্থ হবে। এই অবস্থায় বামপন্থী ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনগুলি লাগাতার সাহায্য পৌঁছে দিচ্ছে গরীব মানুষকে।"
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মানবিক ঐশী, ২০০ ঠিকা শ্রমিকের পরিবারের হাতে পৌঁছে দিলেন খাবার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement