Delta Plus Variant: মারাত্মক ডেল্টা প্লাস, বড় ও ছোটদের সুরক্ষিত রাখতে বিশেষ টিপস AIIMS ডিরেক্টরের

Last Updated:

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা বিবেচনা করে ভারতেও তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave India) আশঙ্কা প্রবল।

#নয়াদিল্লি: দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) কাটতে না কাটতেই হাজির হচ্ছে তৃতীয় ঢেউ৷ মূলত এই তৃতীয় ঢেউ আসছে করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্টের (Delta Plus Variant) হাত ধরে৷ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভ্যারিয়েন্টের দেখা মিলছে এখন দেশেও। তৃতীয় ঢেউ এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের (Delta Plus fear)আতঙ্কের মাঝেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (AIIMS) ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া (Dr. Randeep Guleria) এই লড়াইয়ে লকডাউন, টিকাকরণ এবং কোভিড বিধিনিষেধকে শক্তিশালী অস্ত্র হিসাবে বর্ণনা করেছেন।
ডাঃ গুলেরিয়া বলেছিলেন, 'এটা বলা মুশকিল যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এই দেশে কী আকার নেবে৷ তবে করোনাভাইরাস ডেল্টা প্লাসের রূপটি বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে, তা দেখে সুরক্ষা বিধি নিয়ে আপস করা যাবে না। করোনার ভাইরাস সম্পর্কিত যে সমস্ত কেস রেজিস্ট্রি (COVID19 case register) করা হয়েছে সেদিকে নিবিড় নজর রাখা দরকার, যাতে এই সংখ্যা হাতের বাইরে বেড়িয়ে না যায়। এখন থেকে তৃতীয় তরঙ্গ এড়াতে ব্যবস্থা গ্রহণ করা এবং সতর্ক হওয়া প্রয়োজন। এর পাশাপাশি, এখনও পর্যন্ত যে সমস্ত কোভিড -১৯ প্রোটোকল (COVID19 protocol) মেনে চলা হচ্ছে, সেগুলি অনুসরণ করার উপর জোর দিয়েছেন তিনি। করোনা টেস্ট করা খুবই প্রয়োজন যাতে রোগ ধরা পড়ে, বলছেন ডাঃ গুলেরিয়া৷
advertisement
advertisement
ডাঃ গুলেরিয়া আরও বলেছেন, করোনার তৃতীয় তরঙ্গ (Corona Third Wave India) এড়াতে প্রত্যেককে সজাগ হওয়া দরকার। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা বিবেচনা করে ভারতেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রবল। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বিপুল ভাবে এবং তা যাতে এড়ানো যায়, তারই ব্যবস্থার কথা বলেছেন এইমস ডিরেক্টর৷
advertisement
করোন দ্বিতীয় ঢেউ দুর্বল হওয়ার সাথে সাথে বিধিনিষেধে শিথিলতা দেওয়া হচ্ছে। বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত স্কুল খোলা হয়নি৷ বাচ্চাদের স্কুলে যাওয়া প্রয়োজন বলে মনে করেন ডাঃ গুলেরিয়া৷ তবে তার জন্য কী প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন, তা নির্ধারণের কথা জানিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Delta Plus Variant: মারাত্মক ডেল্টা প্লাস, বড় ও ছোটদের সুরক্ষিত রাখতে বিশেষ টিপস AIIMS ডিরেক্টরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement