Agra hospital gets clean chit: অক্সিজেন ‘মহড়া’-এ রোগীদের মৃত্যু নয়, আগ্রার হাসপাতালকে ক্লিন চিট উত্তর প্রদেশ সরকারের!

Last Updated:

Agra Hospital gets clean chit in alleged 'mock drill' case: শেষপর্যন্ত আগ্রার ওই বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল উত্তর প্রদেশ সরকার ৷ জানানো হল, অক্সিজেনের ‘মহড়া’-র কারণে মৃত্যু হয়নি কোভিড রোগীদের।

আগ্রা: অক্সিজেন ছাড়া রোগীদের কার কতটা সমস্যা হচ্ছে ৷ তা জানার জন্য আগ্রার এক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপ্লাই বেশ কিছুক্ষণ বন্ধ রাখার অভিযোগ ওঠে সম্প্রতি ৷ স্বয়ং হাসপাতাল কর্তৃপক্ষকেই একটি ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, যে হাসপাতালে ‘মক ড্রিল’ চলাকালীন অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল ৷
এই ঘটনার জেরেই সেই সময় হাসপাতালে ভর্তি থাকা ১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ ওই ঘটনার পরে তদন্তে নামে পুলিশ ৷ এবং হাসপাতালও সিল করে দেওয়া হয় ৷ শেষপর্যন্ত আগ্রার ওই বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল উত্তর প্রদেশ সরকার ৷ জানানো হল, অক্সিজেনের ‘মহড়া’-র কারণে মৃত্যু হয়নি কোভিড রোগীদের।
advertisement
advertisement
আগ্রার হাসপাতালের ঘটনা পরেই তার তদন্তের নির্দেশ দেয় যোগী আদিত্যনাথের সরকার। তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে দাবি করা হয়েছে, যে ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে, তার জন্য ‘মক ড্রিল’-এর ঘটনা দায়ী নয়। ওই রোগীদের অবস্থা সঙ্কটজনক ছিল। কোমর্বিডিটির কারণেই মৃত্যু হয়েছে তাঁদের। রিপোর্টে আরও বলা হয়েছে, সবরকম কোভিড বিধি মেনেই ওই রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। কারোর মৃত্যুই অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার জন্য হয়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Agra hospital gets clean chit: অক্সিজেন ‘মহড়া’-এ রোগীদের মৃত্যু নয়, আগ্রার হাসপাতালকে ক্লিন চিট উত্তর প্রদেশ সরকারের!
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement