দীর্ঘ লকডাউনের পরে প্রথমবার হাতে মদ, আনন্দে সলমন খানের গানে জোরদার নাচ ক্রেতার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
২৪ মার্চ থেকে সারা দেশে লকডাউনের জন্য বন্ধ ছিল মদের দোকান
#হায়দরাবাদ: প্রায় দেড় মাস প্রতীক্ষার পরে অবশেষে খুলেছে মদের দোকান ৷ তামিলনাড়ু ও তেলঙ্গানার সীমান্তবর্তী জেলাতেও দেখা গিয়েছে তার প্রভাব ৷ তেলঙ্গানার চিত্তুর, এসপিএস নেল্লোর, পূর্ব গোদাবরী ও কৃষ্ণায় মদের দোকানের বাইরে উৎসাহী মানুষদের বেশ লম্বা সময় ধরে অপেক্ষা করতে দেখা গিয়েছে ৷ অনেক্ষণ ধরে মদের দোকানের বাইরে দাঁড়িয়ে অবশেষে মদ কিনতে পারাতেই খুশিতে ডগমগ হয়েছেন এক ব্যক্তি ৷ আনন্দ ধরে রাখতে না পেরেই মদের দোকানে সলমন খানের 'ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা' গান গাইতে গাইতে নাচতে শুরু করেছেন ৷ সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷
দক্ষিণের একটি ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে বলিউডে রেডি ছবিটি প্রস্তুত হয়েছে ৷ গানটিও দক্ষিণের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে হিন্দিতে নির্মিত হয়েছে ৷ সেই গানটিই নিজের ভাষায় (দক্ষিণী) আনন্দ করে গাইছিলেন এক যুবক ৷ ভিডিওটি ফেসবুকে ঝড় তুলেছে ৷ গোয়ায় সোমবার মদের দোকান খোলা সত্ত্বেও তেমন ভিড় দেখা যায়নি ৷
advertisement
advertisement
একই সঙ্গে সামাজিক দূরত্বের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে ৷ কর্ণাটকের বেশ কিছু এলাকায় লক্ষ্য করা গিয়েছে মদের দোকান খোলাতে বেশ কিছু মানুষ যেন উৎসবে মেতেছেন ৷ এমনকী, মহারাষ্ট্রের মুম্বই ও পুণেতে মদের দোকানের বাইরে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত ৷ এছাড়াও বেঙ্গালুরুর বেশ কিছু এলাকায় মদের দোকান খুলতেই বড় সংখ্যক মানুষ মদ কিনতে হাজির হয়েছেন ৷
advertisement
তামিলনাড়ু সরকার ৭ মে থেকে মদের দোকান খোলার কথা ঘোষণা করেছে ৷ গত ২৪ মার্চ থেকে লকডাউনের ফলে মদের দোকান বন্ধ হয়েছিল সারা দেশে ৷
view commentsLocation :
First Published :
May 05, 2020 4:26 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দীর্ঘ লকডাউনের পরে প্রথমবার হাতে মদ, আনন্দে সলমন খানের গানে জোরদার নাচ ক্রেতার

