দীর্ঘ লকডাউনের পরে প্রথমবার হাতে মদ, আনন্দে সলমন খানের গানে জোরদার নাচ ক্রেতার

Last Updated:

২৪ মার্চ থেকে সারা দেশে লকডাউনের জন্য বন্ধ ছিল মদের দোকান

#হায়দরাবাদ: প্রায় দেড় মাস প্রতীক্ষার পরে অবশেষে খুলেছে মদের দোকান ৷ তামিলনাড়ু ও তেলঙ্গানার সীমান্তবর্তী জেলাতেও দেখা গিয়েছে তার প্রভাব ৷ তেলঙ্গানার চিত্তুর, এসপিএস নেল্লোর, পূর্ব গোদাবরী ও কৃষ্ণায় মদের দোকানের বাইরে উৎসাহী মানুষদের বেশ লম্বা সময় ধরে অপেক্ষা করতে দেখা গিয়েছে ৷ অনেক্ষণ ধরে মদের দোকানের বাইরে দাঁড়িয়ে অবশেষে মদ কিনতে পারাতেই খুশিতে ডগমগ হয়েছেন এক ব্যক্তি ৷ আনন্দ ধরে রাখতে না পেরেই মদের দোকানে সলমন খানের 'ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা' গান গাইতে গাইতে নাচতে শুরু করেছেন ৷ সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷
দক্ষিণের একটি ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে বলিউডে রেডি ছবিটি প্রস্তুত হয়েছে ৷ গানটিও দক্ষিণের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে হিন্দিতে নির্মিত হয়েছে ৷ সেই গানটিই নিজের ভাষায় (দক্ষিণী) আনন্দ করে গাইছিলেন এক যুবক ৷ ভিডিওটি ফেসবুকে ঝড় তুলেছে  ৷  গোয়ায় সোমবার মদের দোকান খোলা সত্ত্বেও তেমন ভিড় দেখা যায়নি ৷
advertisement
advertisement
একই সঙ্গে সামাজিক দূরত্বের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে ৷ কর্ণাটকের বেশ কিছু এলাকায় লক্ষ্য করা গিয়েছে মদের দোকান খোলাতে বেশ কিছু মানুষ যেন উৎসবে মেতেছেন ৷ এমনকী, মহারাষ্ট্রের মুম্বই ও পুণেতে মদের দোকানের বাইরে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত ৷ এছাড়াও বেঙ্গালুরুর বেশ কিছু এলাকায় মদের দোকান খুলতেই বড় সংখ্যক মানুষ মদ কিনতে হাজির হয়েছেন ৷
advertisement
তামিলনাড়ু সরকার ৭ মে থেকে মদের দোকান খোলার কথা ঘোষণা করেছে ৷ গত ২৪ মার্চ থেকে লকডাউনের ফলে মদের দোকান বন্ধ হয়েছিল  সারা দেশে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দীর্ঘ লকডাউনের পরে প্রথমবার হাতে মদ, আনন্দে সলমন খানের গানে জোরদার নাচ ক্রেতার
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement