জানলা ভেঙে রাস্তায় করোনার রোগী!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ব্যক্তির সংস্পর্শে আসার ফলে গোটা এলাকাটাই করোনা সংক্রমিত হয়ে যেতে পারে।
#ঢাকা: করোনা রোগীর থেকে দূরে থাকাই করোনা সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায়, বলে দিয়েছেন গোটা বিশ্বের চিকিৎসকরা। কিন্তু আক্রান্তই যদি সেই বিধি ভাঙেন! হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেখানে এক করোনা রোগী নিখোঁজ। পরিবারের বক্তব্য সংক্রমণের কথা জানতে পেরে বাড়ির জানলা ভেঙে পালিয়ে গিয়েছেন তিনি।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার জানা যায়, কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা এই ব্যক্তি করোনা আক্রান্ত। যদি ও শরীরে কোনও উপসর্গই মেলেনি। নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় বাড়িতেই আইসোলেশান এবং চিকিৎসা শুরু হয়। তার মধ্যেই শনিবার ভোরে ঘরের জানলা ভেঙে পালিয়ে যান এই ব্যক্তি। বিকেল পর্যন্তও পাওয়া যানি।
এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ব্যক্তির সংস্পর্শে আসার ফলে গোটা এলাকাটাই করোনা সংক্রমিত হয়ে যেতে পারে।
advertisement
Location :
First Published :
April 25, 2020 8:04 PM IST