হোম /খবর /বিদেশ /
বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৭০ জন চিকিৎসক !

বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৭০ জন চিকিৎসক !

Representational Image

Representational Image

চিকিৎসকদের এক সংগঠনের তরফে এই তথ্য প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#ঢাকা: করোনা যুদ্ধে সবার সামনে যাঁরা রয়েছেন, তাঁরাই এখন চরম বিপদের মধ্যে রয়েছেন ৷ ভারতের পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসকরা ৷ বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ১৭০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত ! চিকিৎসকদের এক সংগঠনের তরফে এই তথ্য প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

অন্তত ৪০০ জন হাসপাতালের কর্মীদের এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে  সেদেশে ৷ হিসেব বলছে কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের কর্মীদের মধ্যে প্রায় ৮০ জন নার্স ৷ করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এ ছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।

করোনা যুদ্ধে যাঁরা সবার সামনে থেকে লড়াই করছেন ৷ তাঁদেরই কোভিড-১৯ সংক্রমিত হওয়াটা যথেষ্ট আতঙ্কের বিষয় ৷ পশ্চিমবঙ্গেও অন্তত ২০ জন চিকিৎসক এখন করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় ৷

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ।  প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bangladesh, Coronavirus