#ঢাকা: করোনা যুদ্ধে সবার সামনে যাঁরা রয়েছেন, তাঁরাই এখন চরম বিপদের মধ্যে রয়েছেন ৷ ভারতের পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসকরা ৷ বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ১৭০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত ! চিকিৎসকদের এক সংগঠনের তরফে এই তথ্য প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷
অন্তত ৪০০ জন হাসপাতালের কর্মীদের এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেদেশে ৷ হিসেব বলছে কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের কর্মীদের মধ্যে প্রায় ৮০ জন নার্স ৷ করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এ ছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।
করোনা যুদ্ধে যাঁরা সবার সামনে থেকে লড়াই করছেন ৷ তাঁদেরই কোভিড-১৯ সংক্রমিত হওয়াটা যথেষ্ট আতঙ্কের বিষয় ৷ পশ্চিমবঙ্গেও অন্তত ২০ জন চিকিৎসক এখন করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় ৷
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Coronavirus