হোম /খবর /কোচবিহার /
কলেজের বাইরেই বেশি সময় কাটে পড়ুয়া-শিক্ষকদের! কারণ খুবই হতাশাজনক

Coachbehar News: কলেজের বাইরেই বেশি সময় কাটে পড়ুয়া-শিক্ষকদের! কারণ খুবই হতাশাজনক

X
title=

দ্রুত কলেজ ক্যাম্পাসের ভিতরে নবনির্মিত এই বিল্ডিংটি শুরুর দাবি জানিয়েছে ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকেরা।

  • Local18
  • Last Updated :
  • Share this:

    #বানেশ্বর: কোচবিহার জেলার বানেশ্বর এলাকায় বানেশ্বর সারথিবালা কলেজ দীর্ঘ সময় ধরেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে। এই কলেজে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুমের সংখ্যা নেই। আর মূলত সে কারণের জন্যই বানেশ্বর সারথিবালা কলেজের ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশ কিছুদিন আগে বানেশ্বর সারথিবালা কলেজ ক্যাম্পাসের ভিতরে একটি নতুন বিল্ডিং তৈরি করার কাজ শুরু হয়েছিল। সেই বিল্ডিং-এর কাজ ৯৫ শতাংশ শেষ করা হলেও বাকি ৫ শতাংশ শেষ করা হয়নি। আর মূলত সে কারণের জন্যই এই নবনির্মিত বিল্ডিং হস্তান্তর করা হয়নি বানেশ্বর সারথিবালা কলেজ কর্তৃপক্ষের কাছে। কলেজ ক্যাম্পাসের ভেতরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই নবনির্মিত বিল্ডিংটি।

    আরও পড়ুন Siliguri News: ভয়ঙ্কর লাম্পি ভাইরাস! কী এই রোগ থাবা বাসাচ্ছে? জানুন

    Baneswar Sarathibala College

    এই কলেজের ক্লাসরুম পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে মাঠে ক্লাস করতে হচ্ছে কলেজের অধিকাংশ ছাত্রছাত্রীকে। অনেকে তো অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন কলেজের বারান্দায়। তবে শীতের মরশুম থাকার কারণে অসুবিধায় খুব একটা না হলেও, বর্ষায় রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয় কলেজে ছাত্র-ছাত্রী এবং কলেজের শিক্ষকদেরও। দ্রুত কলেজ ক্যাম্পাসের ভিতরে নবনির্মিত এই বিল্ডিংটি শুরুর দাবি জানিয়েছে ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকেরা। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। কলেজ কর্তৃপক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও আবেদন জানিয়েছে এই নবনির্মিত বিল্ডিং এর কাজ সম্পন্ন করে তা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার জন্য।

    আরও পড়ুন Siliguri News: NJP স্টেশন থেকে ট্রেনযাত্রায় যেন জ্যাকপট পাবেন যাত্রীরা! এতাই ভাল এই খবর

    কলেজে ছাত্রছাত্রীদের বক্তব্য, "বর্তমানে সেমিস্টার পদ্ধতির ক্লাস হওয়ার কারণে একটা সেমিস্টারের ক্লাস চলাকালীন অন্য সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্লাস রুমের বাইরে কিংবা মাঠে অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেক সময় তো শিক্ষকেরা মাঠেই ক্লাস নিচ্ছেন। এই নবনির্মিত বিল্ডিং দ্রুত শুরু করা হলে ক্লাসরুমের সমস্যা সমাধান হবে।"

    এছাড়াও কলেজের অধিকাংশ শিক্ষকের বক্তব্য, "এই কলেজে কিছুদিন পূর্বেই শুরু করা হয়েছে উত্তরবঙ্গের সমস্ত ঐতিহ্যপূর্ণ বিষয়গুলি নিয়ে গবেষণার একটি শাখা। সেই শাখার পাশাপাশি ক্লাসরুমের জন্য পর্যাপ্ত ঘর নেই কলেজের মধ্যে। নতুন এই বিল্ডিং এর কাজ প্রায় অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আর যতটুকু কাজ রয়েছে তা দ্রুত সম্পন্ন করে কলেজ কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হলে সুবিধা হবে কলেজ কর্তৃপক্ষের।"

    Sarthak Pandit

    First published:

    Tags: Classroom, North bengal news