Viswakarma Puja 2024: বিশ্বকর্মা পুজোয় নজরকাড়া থিম এনবিএসটিসির! কোচবিহার ডিপোয় বিরাট আয়োজন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
বিশ্বকর্মা পুজোয় থিমের চমক এনবিএসটিসির কোচবিহার ডিপোর। কর্মীদের নিজেদের হাতে তৈরি কৃষ্ণের মাখন চুরির এই থিম ও ভূতের নাচ ছোটদের দারুণ নজর কেড়েছে।
কোচবিহার: কোচবিহার ডিপোতে প্রতিবছর ধুমধাম এর সঙ্গে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজো। জেলার পাশাপাশি বাইরের বহু মানুষ এই বিশ্বকর্মা পুজো দেখতে আসেন এখানে। তবে এই পুজোর মূল একটি বিশেষত্ব রয়েছে। এই বিশেষত্ব হল পুজোর জন্য এখানের কর্মীরা নিজেদের হাতে থিমের আয়োজন করেন। তাই পুজোর সময় ছোট থেকে বড় বহু মানুষ এখানে আসেন পুজো দেখতে।
এখানে দুই কর্মী নিতাই চন্দ্র কর্মকার ও রাধেশ্যাম বিশ্বকর্মা জানান,”বিশ্বকর্মা পুজোর সময় এই থিম তৈরির বিষয়টি দীর্ঘ সময় ধরে হয়ে আসছে। তাইতো এই প্রথা তাঁরা বন্ধ করতে চান না। পুজোর ১৫ দিন আগে থেকে এই থিম তৈরির কাজে মেতে ওঠেন তাঁরা। বিভিন্ন যন্ত্রাংশ ও ইলেকট্রনিক জিনিস দিয়ে তৈরি করা হয় এই গোটা থিমটি। সকলের বেশ পছন্দও হয়।”
advertisement
advertisement
এ বছর তাঁরা বানিয়েছেন শ্রীকৃষ্ণের মাখন চুরির গল্প। তাছাড়াও রয়েছে ভূতের দুষ্টুমি। যা ছোটদের মন কেড়েছে। জেলায় বিশ্বকর্মা পুজোর আয়োজনের জাঁকজমক দেখতে পাওয়া যায় সর্বত্র। তবে থিমের পুজো হিসেবে অনেকটা খ্যাতি অর্জন করতে পেরেছে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বিশ্বকর্মা পুজো।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 4:33 PM IST
