#কোচবিহার: সামনেই ভেলেন্টাইন্স ডে। তার আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন বাজারের বিভিন্ন টেডি বিক্রেতারা। বাজারের উপহারের দোকান গুলির সামনে গিয়ে চোখে পড়ল একেবারেই অন্য ছবি। নিত্য নতুন টেডির সম্ভার আসতে শুরু করেছে গিফট আইটেম গুলির মধ্যে। মূলত টেডি ডে উপলক্ষে বাজারের বিভিন্ন উপহারের দোকানে টেডির এই সম্ভার দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের ভালোবাসার দিন গুলোর জন্য অপেক্ষা করেন বহু প্রেমিক- প্রেমিকা। নিজের পছন্দের মানুষকে উপহার দেন অনেকেই। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ টেডি ডে উদযাপন করা হবে। অনেকেই সেদিন নিজের ভালোবাসার মানুষকে টেডি কিনে উপহার দেবেন নিশ্চিত ভাবে।
বাজারে এই বছর বিক্রির উদ্দেশ্যে আশা এই টেডি গুলি নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এক উপহার দোকানের মালিক দেবাশীষ বণিক জানান, "প্রায় দু'বছর বাদে সব কিছু একেবারে স্বাভাবিক রয়েছে। তাই ভালোবাসার দিন গুলিতে এবার মেতে উঠবে প্রচুর মানুষ। প্রত্যেকটি দিন বিশেষ বিশেষ কারণে পালিত হয়। তাই তার মধ্যে টেডি ডে উপলক্ষ্যে এই টেডির সম্ভার এসেছে বাজারে। তবে এই টেডির দাম কিছুটা হলেও বাড়তে পারে টেডি ডে দিনটিতে। কারণ বাজারে ওই দিন টেডির চাহিদা থাকবে প্রচুর। ছোট, বড় কিংবা মাঝারি সব মাপের টেডি সেদিন দারুন বিক্রি হওয়া সম্ভবনা রয়েছে। তাই কিছুটা হলেও চাহিদার ওপর ভিত্তি করে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।"
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে ছাত্রাবাস পেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
তবে এই বছর কিছুটা হলেও আশাবাদী দোকান মালিকরা। ২ বছর খুব একটা ভাল ব্যবসা হয়নি ওই দিনটিতে। তাই এই বছর ব্যবসা ভাল হওয়ার লক্ষ্যে অনেকেই নিত্য নতুন ডিজাইনের টেডি নিয়ে এসেছেন ক্রেতাদের জন্য। তবে এই সকল টেডি কিনতে ক্রেতাদের পকেটে চাপ পড়তে চলেছে। সেটা একপ্রকার নিশ্চিত ভাবেই বলা সম্ভব। কারণ টেডির সর্বনিম্ন দাম থাকছে ৩০ টাকা থেকে। এবং সর্বোচ্চ দাম থাকছে ২০০০ টাকার মধ্যে। তবে বছরে এই বিশেষ সময়। ভালোবাসার দিনগুলিকে উদযাপন করতে নিশ্চিতভাবে বহু মানুষ আনন্দে মেতে উঠবেন। এবং দিনের শুরুতে হোক কিংবা দিনের শেষে ভালোবাসার মানুষটিকে টেডি কিনে উপহার দিতে পারবেন।
সার্থক পণ্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal, Valentines day