Shiva Temple: এই মন্দিরের প্রতিষ্ঠার কাহিনি শুনলে অবাক হবেন! লঙ্কাবর মন্দিরে ভক্তের ঢল
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Shiva Temple: শহর কোচবিহার সংলগ্ন ১ নং কালীঘাট এলাকার নদী বাঁধের শেষ প্রান্তে রয়েছে লঙ্কাবর শিব মন্দির। এই মন্দির বহু লোকের মুখে প্রচলিত জাগ্রত শিব মন্দির রূপে।
কোচবিহার: জেলা কোচবিহারের নানা প্রান্তে শিব মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু রয়েছে রাজ আমল থেকে। আবার কিছু বিগত বেশ কয়েক বছরে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই সকল মন্দিরের মধ্যে লোকমুখে প্রচলিত জাগ্রত শিব মন্দিরের সংখ্যা খুবই কম। শহর কোচবিহার সংলগ্ন ১ নং কালীঘাট এলাকার নদী বাঁধের শেষ প্রান্তে রয়েছে লঙ্কাবর শিব মন্দির। এই মন্দির বহু লোকের মুখে প্রচলিত জাগ্রত শিব মন্দির রূপে।
এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই এলাকার বাসিন্দা সাধন বর্মন জানান, \”দীর্ঘ সময় ধরে এই শিব মন্দিরের শিব বেশ জাগ্রত বলেই মনে করে থাকেন এলাকার মানুষেরা। তবে এই মন্দিরের আদি মহাকালের শিব লিঙ্গ তিনি নদী থেকে পেয়েছিলেন। একদিন সকালে তিনি বর্তমান মন্দিরের পেছনে ওই শিবলিঙ্গের পাথর নদীর জলে ভাসতে দেখেন। তারপর তিনি সেই পাথর তুলে আনেন জল থেকে। তখন থেকেই এই শিব লিঙ্গ পুজো পেতে শুরু করে সকলের। তারপর ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করে।
advertisement
লোকের মুখে মুখে প্রচলিত হয় বাবার জাগ্রত কথা। বর্তমানে এই মন্দিরে পুজোর দিন গুলিতে ব্যাপক মানুষের ভিড় জমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।\” তবে বর্তমান সময়ে এই মন্দির নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় সম্ভবনা তৈরি হয়েছে। নদীর পাড় ভাঙনে নদী মন্দিরের কাছে চলে এসেছে। তাই এলাকার মানুষেরা এই নদী ভাঙন রোধে পাড় বাঁধ নির্মাণের দাব জানিয়েছেন।
advertisement
advertisement
এলাকার এক স্থানীয় বাসিন্দা রাজেশ দাস জানান, \”প্রত্যেক সোমবার এই মন্দিরের পুজোর আয়োজন করা হয়। এছাড়া নিত্য পুজোর জন্য একজন পুরোহিত রয়েছেন। এছাড়াও শ্রাবণ মাসে এই মন্দিরে জল ঢালতে আসেন বহু পুণ্যার্থীরা। এই মন্দিরের ভোগের আয়োজন করা হয় বিশাল করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভোগের খিচুড়ি বিতরণ।\”
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 11:16 PM IST