Kali Puja 2023: ২৯ ফুটের বিশাল কালী পুজো হয় তান্ত্রিক মতে!

Last Updated:

২৯ ফুট উচ্চতার বিশাল কালী প্রতিমা ঘিরে ব্যাপক উন্মাদনা দিনহাটায়। তান্ত্রিক মতে পুজো হবে এখানে

+
দিনহাটা

দিনহাটা মহকুমার সুউচ্চ কালী প্রতিমা

কোচবিহার: সর্বত্র কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর দু’সপ্তাহ‌ও বাকি নেই দীপাবলির। প্রতিবছরের মতো এবারেও কালীপুজোর আয়োজন হয়েছে দিনহাটার সংহতি ময়দানে। এখানকার পুজোর প্রধান আকর্ষণ ২৯ ফুট উচ্চতার বিশাল কালী মূর্তি।
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজো এই সংহতি ময়দানের পুজো। এখানে পুজো উপলক্ষে মেলা বসে। জেলার সকল বারোয়ারী কালীপুজোর মধ্যে দিনহাটার এই পুজোটিকে অন‍্যতম সেরা বলে মনে করা হয়। তবে এই কালী পুজোর বিশেষ কিছু নিয়ম ও রীতি আছে।
advertisement
advertisement
পুজো কমিটির সহ-সম্পাদক বিমল চন্দ্র রায় জানান, জেলার এটাই একমাত্র বারোয়ারী কালীপুজো যা সম্পূর্ন তান্ত্রিক মতে করা হয়। এই পুজোর সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য অসম ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। প্রতিবছর বিভিন্ন জায়গার থেকে মানুষেরা এই পুজো দেখতে আসেন।
কালীপুজো উপলক্ষে এখানে যে মেলা বসে তার সম্পাদক স্বপন সাহা জানান, এবারে এই পুজোর ৪৯ বর্ষে পদার্পণ করতে চলেছে। এখানকার কালী প্রতিমা তৈরি করতে ৫০ কেজি পাটের সুতো ব্যবহার করা হয়। পাটকাঠি লাগে আনুমানিক ৫ থেকে ৬ মন। এছাড়া খড় লাগে প্রায় ২০০০ আঁটি। প্রতিমা তৈরির জন্য তিন থেকে চারটি জায়গার মাটি আসে।
advertisement
এই পুজোর প্রতিমা শিল্পী গোবিন্দ সাহা জানান, কৃষ্ণনগরের চারজন শিল্পী ও স্থানীয় আরও তিনজন শিল্পীর সাহায্যে ২৯ ফুটের এই বিশাল প্রতিমাটি তিনি তৈরি করেছেন। এই কালীপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এলাকাবাসী।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Kali Puja 2023: ২৯ ফুটের বিশাল কালী পুজো হয় তান্ত্রিক মতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement