Malda News: চাষিদের থেকে সরাসরি পাট কিনবে জুট কর্পোরেশন, দূর হল ক্ষতির আশঙ্কা

Last Updated:

চাষিদের ক্ষতি থেকে বাঁচাতে এগিয়ে এল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারা এবার কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কিনবে

+
পাট

পাট বিক্রি নিয়ে বৈঠক

মালদহ: সুখবর পাট চাষিদের জন্য। পাটের দাম পাওয়া নিয়ে সমস্যা দূর হতে চলেছে। এবার থেকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি চাষিদের থেকে পাট কিনে নেবে। সহায়ক মূল্যে পাট বিক্রির সুযোগ পাওয়ায় চাষিদের লোকসানের আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এতদিন পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় কৃষকদের থেকে পর্যাপ্ত পরিমাণে পাট কিনতে পারছিল না জোট কর্পোরেশন। অবশেষে কেন্দ্রীয় সংস্থাটির মালদহ অফিসের সমস্যা সমাধানে এগিয়ে আসে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের যাবতীয় সহযোগিতার আশ্বাস পাওয়ার পরই জুট কর্পোরেশন সরাসরি চাষিদের থেকে পাট কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তাদের সঙ্গে মালদহ জেলা প্রশাসনের একটি বৈঠক হয়। বৈঠকে সেখানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন দফতরের কর্তারা। তখন‌ই সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়।
advertisement
advertisement
এ প্রসঙ্গে জেলাশাসক বলেন, কুইন্টাল প্রতি ৫০৫০ টাকা দরে পাট কেনা হয়। এই দাম যাতে জেলার সকল পাট চাষি পান সেই ব্যবস্থা করা হচ্ছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সমস্ত সাহায্য করা হবে পাট কেনার জন্য।
বর্তমানে জুট কর্পোরেশনের পক্ষ থেকে ৫০৫০ টাকা কুইন্টাল দরে পাট কেনা হয়। কিন্তু কৃষকরা সরাসরি কেন্দ্রীয় সরকারের এই দফতরের কাছে পাট বিক্রি করতে পারেন না। ফলে লোকসান স্বীকার করে বিভিন্ন হাটে কৃষকরা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা কুইন্টাল দরে পাট বিক্রি করেন। কিন্তু নতুন ব্যবস্থার ফলে কৃষকদের আর লোকসান হবে না।
advertisement
গতবছর জুট কর্পোরেশন মালদহ থেকে ৬ হাজার কুইন্টাল পাট কিনেছিল। কিন্তু সমস্যা দেখা দেয় পাট মজুত রাখা নিয়ে। চটকলগুলি পর্যাপ্ত পরিমাণে পাট কেনেনি। ফলে সরকারি গোডাউনের উপর চাপ বাড়ে। চলতি মরশুমে জুট কর্পোরেশন জেলা থেকে প্রায় ৫ হাজার কুইন্টাল পাট কিনেছে। জেলাজুড়ে আরও ২০ থেকে ২৫ হাজার কুইন্টাল পাট আছে। বেশি পাট মজুত করার জায়গা নেই দফতরের কাছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে পাট মজুত রাখার জায়গার দাবি জানান জুট কর্পোরেশনের কর্তারা। তাদের মালদহ শাখার চিফ মার্কেটিং ম্যানেজার বিশ্বনাথ বনশালি বলেন, পাট মজুত রাখা নিয়ে সমস্যা আছে। বিষয়টি জেলাশাসককে জানানো হয়েছে। উনি সব রকম সাহায্য করছেন। মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আগামী ছয় মাসের মধ্যে ত্রিশ হাজার কুইন্টাল পাট মজুত রাখার মতো গোডাউন জুট কর্পোরেশনকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলার পাট চাষিরা যাতে সঠিক দাম পান তার জন্যই এগিয়ে এসেছে প্রশাসন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: চাষিদের থেকে সরাসরি পাট কিনবে জুট কর্পোরেশন, দূর হল ক্ষতির আশঙ্কা
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement