দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটা মহকুমার আটিয়াবাড়ী ২ নং পঞ্চায়েত এলাকায় দীর্ঘ বহুদিন আগে তৈরি করা হয়েছিল একটি বাস স্ট্যান্ড। তবে বাস স্ট্যান্ড তৈরি করা হলেও এখনও পর্যন্ত বাস পরিষেবা চালু হয়নি এই বাস স্ট্যান্ড থেকে। তাই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশ জানাচ্ছেন, "বাস স্ট্যান্ড থাকার পরেও একটিও বাস এখানে দাঁড়াচ্ছে না। তাই মূল সড়কের ওপর যানজট তৈরি হচ্ছে। এছাড়াও এই বাস স্ট্যান্ড শুরু করা হলে এলাকার লোকের যেমন উপকার হবে। তেমনি উপকৃত হবেন এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা।"
আরও পড়ুন: পানীয় জল পাওয়া যায় না, রাস্তার অবস্থা খুব খারাপ তবু গা করে না পঞ্চায়েত
মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারের এই বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা শুরু করার জোরালো দাবি তুলেছেন এলাকার মানুষেরা। তবে গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত সরকারি প্রশাসনের কর্তাদের কোনরকম পদক্ষেপ চোখে পড়েনি। বর্তমান সময়ে নবনির্বিত এই বাস স্ট্যান্ড এক প্রকার পরিত্যক্ত বাড়ির মতন পড়ে রয়েছে। পরিচর্যা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে বাস স্ট্যান্ডের বিভিন্ন পরিকাঠামো। এই এলাকায় প্রচুর টোটো এবং অটো চালকরা চলাচল করে থাকেন। তাই রাস্তায় এমনিতেই যানজটের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। যদি এই বাস স্ট্যান্ডের ভেতর থেকে বাস পরিষেবা চালু করা হয় তবে গোটা এলাকায় যানজট অনেকটাই কমে আসবে।
আরও পড়ুন: কোচবিহার-কলকাতা উড়ান কবে চালু হচ্ছে? জানুন পরিবর্তিত দিনক্ষণ
তবে বিপুল পরিমাণ সরকারি বরাদ্দ অর্থ ব্যয় করে নির্মাণ করাই বাস স্ট্যান্ড বর্তমানে খাঁ খাঁ করছে। এই এলাকায় বর্তমানে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু। স্থানীয় কিছু মানুষেরা বর্তমান সময়ে এই বাস স্ট্যান্ডকে গবাদি পশুর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছেন। ধীরে ধীরে মরচে পড়ে নষ্ট হচ্ছে এই বাসস্ট্যান্ডের মূল কাঠামো।এই বাসস্ট্যান্ড থেকে বাস পরিষেবা চালু হওয়া নিয়ে বর্তমান সময়ে প্রচুর ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের দাবি, "দ্রুত এখান থেকে বাস পরিষেবা শুরু না করা হলে। বাস স্ট্যান্ডের পরিকাঠামো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আবারও বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই বাস স্ট্যান্ডের পরিকাঠামোকে বাস চলাচলের উপযুক্ত করতে হবে।"
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Turminus, Cooch behar, Dinhata, Panchayet Area