Rakhi Purnima 2023: এবারে রাখির বাজারে নতুন চমক! হু হু করে বিকোচ্ছে এই নতুন রাখি! দাম কতো জানেন?
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
দীর্ঘ সময় ধরে বাজারের মধ্যে নতুন রাখির চাহিদা ছিল। তাই এই বছর নতুন ধরনের রাখি আসতেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কোচবিহার: রাখি উৎসবের আর মাত্র হাতে গোনা সময় বাকি। ইতিমধ্যেই বাজারের রাখি বিক্রির দোকানগুলিতে বৃষ্টি ও আবহাওয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ক্রেতাদের ভিড় জমেছে বিভিন্ন ধরনের রাখি কিনতে। তবে এই রাখি বন্ধনের সৌভ্রাতৃত্ব উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্র নাথ। এছাড়াও ইতিহাসে রয়েছে একটি রাখি পাঠিয়ে নাকি রাণী কর্ণবতী মোঘল সম্রাট হুমায়ূনের কাছে সাহায্য আবেদন করেছিলেন। তবে সময় বদলে চলেছে, আর সময়ের সঙ্গে বদলে চলছে মানুষের চাহিদাও ও পছন্দ।
আরও পড়ুনঃ এই পুজোয় ডেস্টিনেশন হোক রসিক বিল! বাংলার এই ডেস্টিনেশন কাড়বে মন
একটা সময় নিজেদের হাতে তৈরি করা রাখি ভাইয়ের হাতে বেঁধে দিতেন বোনেরা। তবে সময়ে সঙ্গে সঙ্গে বাজারে এসেছে হরেকরকম ডিজাইনের রাখি। এবারেও রাখি বিক্রির বাজারে বেশ কিছু নতুন চমক এসেছে সকলের জন্য।
এই সকল চমকের মধ্যে প্রধান দুটি হল বড়দের ব্রেসলেট রাখি ও বাচ্চাদের লাইটিং কার্টুন রাখি। দামও হাতের নাগালে। ৩০ থেকে ৪০ টাকায় মিলছে এই রাখি। একটা সময় সুতোর তৈরি রাখি ও কাঠের ডিজাইন করা রাখি বেশি প্রচলিত ছিল বাজারের মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুধু রাখির দিনই নয়,চাইলে সারা বছর পড়তে পারেন এই রাখি! দাম কত জানেন
তবে চলতি বছরে ইতিমধ্যেই যে নতুন দুই রাখি বাজারে এসেছে, সেগুলির চাহিদা বেড়ে উঠেছে বেশ অনেকটাই। তবে এই দুটি রাখি ছাড়াও বেশ ভালই বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা লটকন রাখি, ময়ূর রাখি ও লজেন্স রাখি, ইকো ফ্রেন্ডলি রাখি ও আরও অনেক ধরনের রাখি।
advertisement
কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এক রাখি বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, “দীর্ঘ সময় ধরে বাজারের মধ্যে নতুন রাখির চাহিদা ছিল। তাই এই বছর নতুন ধরনের রাখি আসতেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার যে পরিবর্তন ঘটছে সেটা খুব সহজেই বোঝা সম্ভব।”
তিনি আরও জানান, “এখন মানুষ চান রাখি সারা বছর হাতের মধ্যে পড়ে রাখতে। সেই কথা মাথায় রেখে সোনালী ও রুপোলি রঙের ব্রেসলেট রাখি এসেছে বাজারে। যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। তবে দাম তুলনামূলক অনেকটাই কম। এছাড়া ছোট বাচ্চাদের পছন্দ বিভিন্ন কার্টুন চরিত্র ও সুপারহিরো চরিত্র। তাই সেগুলি নিয়েও রাখি এসেছে। এর পাশাপশি রয়েছে লজেন্স রাখি।”
advertisement
বাজারের আরও এক রাখি বিক্রেতা বিশ্বনাথ বণিক জানান, “ছোট থেকে বড় সকলের জন্য এবার রাখিতে বিপুল পরিমাণ ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে। যাতে কারও মন খারাপ করতে না হয়। রাখি উৎসবে এবার সকলে আনন্দে মেতে উঠেন এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।”
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 2:15 PM IST