Puja Tour: এই পুজোয় ডেস্টিনেশন হোক রসিক বিল! বাংলার এই ডেস্টিনেশন কাড়বে মন

Last Updated:

Pujo Tour: পুজোর ছুটিতে ঘুরে আসুন এই Rashikbil Mini Zoo তে! এখানের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই

+
এই

এই পুজোয় ডেস্টিনেশন হোক রসিক বিল

তুফানগঞ্জ: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে কোচবিহার জেলার একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার নাম “রসিকবিল মিনি জু”। এই চিড়িয়াখানাটি ছোট আকারের হলেও এখানে রয়েছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। এই কেন্দ্রে এই বছরেও ইতিমধ্যে জন্ম করেছে বেশ কয়েকটি ঘড়িয়াল। তবে এই মিনি জু-এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যে কোনও মানুষের মন সহজেই আকর্ষণ করতে পারবে।
দুর্গাপুজোর মরশুমে এই মিনি জু-এর লেক বা জলাশয় মধ্যে প্রচুর পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এই পরিযায়ী পাখিদের দল প্রচুর পাখি প্রেমীদের মন সহজেই আকর্ষণ করে নেয়। প্রতি বছর দুর্গাপুজোর মরশুমে প্রচুর পর্যটকদের আগমন ঘটে এই রসিকবিল মিনি জু-এর মধ্যে।
advertisement
কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজন কুমার নাথ জানান, “রসিকবিল ছোট চিড়িয়াখনায় বর্তমান টিকিটের মূল্য রয়েছে বড়দের জন্য ২৫ টাকা এবং ছোটদের জন্য ১০ টাকা। এখানে গাড়ি কিংবা বাইক যে কোনও ভাবেই আসতে পারবেন। তবে পার্কের ভেতরে পার্কিং এর ব্যবস্থা নেই। পার্কের বাইরে পার্কিং করতে হবে। সেখানেই পার্কিং জোন রয়েছে। কোচবিহার জেলার এই পার্ক কোচবিহারের পর্যটন কেন্দ্রের বিকাশের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তবে এখানে বেশ কয়েক ধরনের পাখির পাশাপাশি সাপও রয়েছে। এছাড়াও রয়েছে চিতাবাঘ এবং বন বেড়াল আর ঘড়িয়াল। তবে এখানে ঘুরতে আসা পর্যটকদের মন আকর্ষণ করতে আরও নিত্যনতুন জন্তু এই চিড়িয়াখানায় নিয়ে আসা হবে।”
advertisement
এখানে ঘুরতে আসা তিন পর্যটক ওয়াহিদ খন্দকার, সহদেব দেবনাথ ও আলো দেবনাথ জানান, “কোচবিহারের জেলার মধ্যে এমন একটি সুন্দর চিড়িয়াখানা রয়েছে। ছুটির দিনে কিংবা ফাঁকা সময়ে এখানে ঘুরতে আসলে মন ভরে ওঠে। চিড়িয়াখানার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও জন্তু-জানোয়ারদের দেখতে বেশ ভাল লাগে। তবে আরও নিত্য নতুন জন্তু জানোয়ার এই ছোট চিড়িয়াখানাতে নিয়ে আসলে বেশি ভালো হয়। তাহলে আরও অনেক পর্যটকেরা এই চিড়িয়াখানায় ভিড় জমাবেন। এছাড়াও চিড়িয়াখানার পেছনের অংশে একটি সুন্দর জলাশয় রয়েছে। যেখানে বিভিন্ন মরশুমে প্রচুর পরিযায়ী পাখিদের আসতে দেখা যায়। এই পাখিরা চিড়িয়াখানার সৌন্দর্য্য আরও অনেক গুণ বাড়িয়ে তোলে।”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Puja Tour: এই পুজোয় ডেস্টিনেশন হোক রসিক বিল! বাংলার এই ডেস্টিনেশন কাড়বে মন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement