Rakhi Purnima 2023: শুধু রাখির দিন‌ই নয়,চাইলে সারা বছর পড়তে পারেন এই রাখি! দাম কত জানেন

Last Updated:
Rakhi Purnima 2023: এবারে ব্রেসলেট রাখির বেশ চাহিদা রয়েছে বাজারের বিভিন্ন দোকান গুলিতে। সোনালী ও রুপোলি ব্রেসলেট এই রাখি গুলি একদিনের জন্য নয়। চাইলে সারাটা বছর হাতের মধ্যে পড়তে পারবেন।
1/5
কোচবিহার:  ৩০ স্ট রাখি পূর্ণিমা। আর সেই কারণেই ইতিমধ্যে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় বসে গিয়েছে রাখি বিক্রির দোকান। কোচবিহার শহরের মানুষেরা ভিড় করতেও শুরু করেছেন এই দোকানগুলিতে। নিত্য নতুন রাখি এসেছে বাজারে।
কোচবিহার:  ৩০ স্ট রাখি পূর্ণিমা। আর সেই কারণেই ইতিমধ্যে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় বসে গিয়েছে রাখি বিক্রির দোকান। কোচবিহার শহরের মানুষেরা ভিড় করতেও শুরু করেছেন এই দোকানগুলিতে। নিত্য নতুন রাখি এসেছে বাজারে।
advertisement
2/5
প্রতি বছর প্রচুর রাখি বিক্রি হয় কোচবিহারে। তাই রাখি বিক্রি করতে বসা দোকানের মালিকেরা আশায় বুক বাঁধছেন। তবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির হচ্ছে কোচবিহারে। যেই কারণে দোকান গুলিতে ভিড় তুলনামূলক ভাবে অনেকটাই কম রয়েছে। 
প্রতি বছর প্রচুর রাখি বিক্রি হয় কোচবিহারে। তাই রাখি বিক্রি করতে বসা দোকানের মালিকেরা আশায় বুক বাঁধছেন। তবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির হচ্ছে কোচবিহারে। যেই কারণে দোকান গুলিতে ভিড় তুলনামূলক ভাবে অনেকটাই কম রয়েছে। 
advertisement
3/5
বাইরে থেকে যেমন প্রচুর রাখি কোচবিহারে নিয়ে আসা হয় বিক্রির উদ্দেশ্যে। ঠিক তেমনি কোচবিহারের আশে পাশের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠী থেকেও প্রচুর রাখি আসে বিক্রি জন্য। এই সকল রাখির বিক্রির ওপর ভিত্তি করে বহু মানুষের জীবন-জীবিকা চলে।
বাইরে থেকে যেমন প্রচুর রাখি কোচবিহারে নিয়ে আসা হয় বিক্রির উদ্দেশ্যে। ঠিক তেমনি কোচবিহারের আশে পাশের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠী থেকেও প্রচুর রাখি আসে বিক্রি জন্য। এই সকল রাখির বিক্রির ওপর ভিত্তি করে বহু মানুষের জীবন-জীবিকা চলে।
advertisement
4/5
এই বছরে রাখি বিক্রির দোকান গুলিতে বেশ নিত্য নতুন ধরনের রাখীর সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে। রাখির দোকানের লাইটিং রাখি ও বিভিন্ন কার্টুনের রাখি বেশি পরিমাণে পছন্দ করছেন ছোট বাচ্চারা। এছাড়াও অন্যান্য প্রচুর রাখিও রয়েছে। 
এই বছরে রাখি বিক্রির দোকান গুলিতে বেশ নিত্য নতুন ধরনের রাখীর সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে। রাখির দোকানের লাইটিং রাখি ও বিভিন্ন কার্টুনের রাখি বেশি পরিমাণে পছন্দ করছেন ছোট বাচ্চারা। এছাড়াও অন্যান্য প্রচুর রাখিও রয়েছে। 
advertisement
5/5
এবারে ব্রেসলেট রাখির বেশ চাহিদা রয়েছে বাজারের বিভিন্ন দোকান গুলিতে। সোনালী ও রুপোলি ব্রেসলেট এই রাখি গুলি একদিনের জন্য নয়। চাইলে সারাটা বছর হাতের মধ্যে পড়তে পারবেন। এছাড়া দামের ক্ষেত্রেও অনেকটাই কমের মধ্যে পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় রাখিটি। Input-Sarthak Pandit
এবারে ব্রেসলেট রাখির বেশ চাহিদা রয়েছে বাজারের বিভিন্ন দোকান গুলিতে। সোনালী ও রুপোলি ব্রেসলেট এই রাখি গুলি একদিনের জন্য নয়। চাইলে সারাটা বছর হাতের মধ্যে পড়তে পারবেন। এছাড়া দামের ক্ষেত্রেও অনেকটাই কমের মধ্যে পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় রাখিটি। Input-Sarthak Pandit
advertisement
advertisement
advertisement