Selfie Point: প্রতীক্ষার অবসান, এবার মাথাভাঙা শহরেও সেলফি পয়েন্ট! তারপরেই

Last Updated:

Selfie Point: এবার মাথাভাঙা শহরের ঠিক মাঝে তৈরি হচ্ছে ঠিক এমনই একটি সেলফি পয়েন্ট। যেখানে লেখা থাকছে ...

+
মাথাভাঙার

মাথাভাঙার সেলফি পয়েন্ট

মাথাভাঙা: সেলফি পয়েন্ট। বর্তমানে এই ধরনের ল্যান্ড মার্ক বেশিরভাগ যুবক যুবতীদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সেলফি পয়েন্টের সামনে দাড়িয়ে মোবাইল উচিয়ে নিজস্বি তোলার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই খুশি সকলে। লাইক ও কমেন্ট পড়তে শুরু করে মুহুর্তের মধ্যেই। তাই এই ধরনের সেলফি পয়েন্ট তৈরি করতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রায় সকল জায়গার থেকেই।
এবার মাথাভাঙা শহরের ঠিক মাঝে তৈরি হচ্ছে ঠিক এমনই একটি সেলফি পয়েন্ট। যেখানে লেখা থাকছে "আই লাভ মাথাভাঙা"। এই সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে মাথাভাঙা থানার সামনে। মূলত মাথাভাঙা থানার উদ্যোগেই তৈরি হচ্ছে এটি। আর এই সেলফি পয়েন্ট তৈরি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে মাথাভাঙার বাসিন্দারা।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, "মাথাভাঙা মহকুমায় তেকোনিয়া ইকো পার্কের মধ্যে বেশ কিছুদিন আগে "আই লাভ এমটিবি " ল্যান্ডমার্ক বসানো হয়। এই সেলফি পয়েন্টকে ঘিরে যুবক-যুবতীদের উন্মাদনা রয়েছে চোখে পড়ার মত। তাই শহরবাসীর দাবি ছিল, অন্যান্য জায়গায় যদি ল্যান্ডমার্ক হিসাবে নেম সাইন থাকে তাহলে মাথাভাঙা শহরে কেন থাকবে না? মাথাভাঙা শহরের মধ্য দিয়ে বয়ে চলা সুটঙ্গা নদীর ধারে তৈরি হোক অপর একটি সেলফি জোন এমনটাই চাইছিলেন তাঁরা। তাই মাথাভাঙার বাসিন্দাদের এই দাবিকে মান্যতা দিয়ে এবং সেফটি জোন এর কথা মাথায় রেখে মাথাভাঙা থানার উদ্যোগে এই ল্যান্ডমার্ক থানার সামনে তৈরি করা হচ্ছে।
advertisement
মাথাভাঙা শহরের এক বাসিন্দা কুদ্দুস আলী বলেন, "এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ মাথাভাঙা থানার। ভবিষ্যতে এই ধরনের সেলফি পয়েন্ট শহরের বিভিন্ন জায়গায় আরও গড়ে তোলা হোক। তাতে তরুণ-তরুণীরা আরও খুশি হবে তাহলে।" এছাড়া মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিত মণ্ডল জানিয়েছেন, "মাথাভাঙাতেও এটি তৈরি করা হোক বলে দাবি উঠেছিল। তাই মাথাভাঙা থানার উদ্যোগে এটি তৈরি করা হচ্ছে। এটি তৈরি হলে এলাকার তরুন প্রজন্মের ছেলে মেয়েদের দীর্ঘদিনের আক্ষেপ মিটবে তেমনি থানার সৌন্দর্য বৃদ্ধি হবে।" থানার উদ্যোগে এই ল্যান্ডমার্ক তৈরি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় আরও মানুষেরা। এই ল্যান্ডমার্ক মাথাভাঙা শহর এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি এবং পরিচিতি বাড়াতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ সরকার ও বিবেক সাহা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Selfie Point: প্রতীক্ষার অবসান, এবার মাথাভাঙা শহরেও সেলফি পয়েন্ট! তারপরেই
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement