Cooch Behar News: নৌকাতে চড়ে দুর্গা বিসর্জনের পুরনো রীতি ফেরানোর দাবিতে মাথাভাঙায় বিক্ষোভ

Last Updated:

নৌকাতে প্রতিমা নিরঞ্জনের অনুমতি না মেলায় মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা নিয়ে মিছিল মাথাভাঙ্গায়। প্রতিবাদ জানাল মাথাভাঙ্গার অন্যতম দুর্গা পুজোর আয়োজক কমিটি আজাদ হিন্দ সংঘের সদস্যরা।

মাথাভাঙ্গার রাস্তায় বিক্ষোভ
মাথাভাঙ্গার রাস্তায় বিক্ষোভ
#মাথাভাঙ্গা : নৌকাতে প্রতিমা নিরঞ্জনের অনুমতি না মেলায় মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা নিয়ে মিছিল মাথাভাঙ্গায়। প্রতিবাদ জানাল মাথাভাঙ্গার অন্যতম দুর্গা পুজোর আয়োজক কমিটি আজাদ হিন্দ সংঘের সদস্যরা। 'পুরনো ঐতিহ্যকে ধ্বংস করতে দেওয়া যাবে না', এমনটাই স্লোগান দেওয়া হল ক্লাবের কতৃপক্ষের পক্ষ থেকে। সুটুঙ্গা নদীতে বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জন বহুকালের পুরনো ঐতিহ্য। নৌকায় প্রতিমা নিয়ে মাঝ নদীতে বিসর্জন দেওয়ার রেওয়াজ রয়েছে এখানে। কিন্তু, নিরাপত্তার কারন দেখিয়ে ২০১৬ সাল থেকে এই নদীতে নৌকায় প্রতিমা নিরঞ্জন বন্ধ করে দেওয়া হয়।
সেই থেকেই মাথাভাঙ্গার পুজোর আয়োজকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার সেই ক্ষোভ প্রশমনে প্রথম দিকে সুটুঙ্গা নদীতে নৌকার মাধ্যমে বিসর্জন করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জন করে দর্শনার্থীদের নৌকায় ভ্রমণের অনুমতি দিলেও প্রতিমা নিরঞ্জন করতে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। আর সেই থেকেই পুজোর উদ্যোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুনঃ আগামীর অপেক্ষায় সিঁদুরের রঙে রাঙিয়ে বিদায় মদনমোহন বাড়ির উমাকে
আজাদ হিন্দ সংঘের সদস্যদের দাবি, "মাঝে দুবছর করোনার দোহাই দিয়ে নৌকাতে প্রতিমা নিরঞ্জন করতে দেওয়া হয়নি। এবার কোন অজুহাত ছাড়াই মহকুমা প্রশাসন সুটুঙ্গাতে নৌকার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করতে দেয়নি। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না মাথাভাঙ্গার সাধারণ মানুষ। এর মধ্যে সুস্থ-সংস্কৃতি উত্তরবঙ্গের ঐতিহ্য লুকিয়ে রয়েছে। এই ঐতিহ্য কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিরঞ্জনের পর মাথাভাঙ্গার সুটুঙ্গা নদী থেকে কাঠামো তুলল পুরসভা
এমনটা দাবি করা হয়েছে ওই পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে। তাই তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজয়া দশমীর পরের দিন মাথাভাঙ্গার পথে নেমেছেন। এখন দেখার বিষয় ভবিষ্যতে মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন এই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারে কতটা সদর্থক ভূমিকা পালন করে। তবে এই গোটা ঘটনার বিষয় নিয়ে মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনিক স্তরের কারো কোন প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
advertisement
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: নৌকাতে চড়ে দুর্গা বিসর্জনের পুরনো রীতি ফেরানোর দাবিতে মাথাভাঙায় বিক্ষোভ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement