Cooch Behar Durga Puja 2022 II আগামীর অপেক্ষায় সিঁদুরের রঙে রাঙিয়ে বিদায় মদনমোহন বাড়ির উমাকে

Last Updated:

কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজ আমলের মন্দির মদনমোহন মন্দিরে দুর্গা পুজো হয় রাজ আমলের রীতি প্রথা মেনে। দশমীর দিনেও এখানের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বিশেষ প্রথা রয়েছে।

+
মদনমোহন

মদনমোহন মন্দিরে দশমীর সিঁদুর খেলা

#কোচবিহার : কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজ আমলের মন্দির মদনমোহন মন্দিরে দুর্গা পুজো হয় রাজ আমলের রীতি প্রথা মেনে। দশমীর দিনেও এখানের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বিশেষ প্রথা রয়েছে। দেবীকে বিসর্জনের সময় এখানে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীতে নৌকা করে ঘুরিয়ে তারপর বিসর্জন দেওয়া হয়। এই মদনমোহন মন্দিরে কোচবিহারবাসির প্রাণের ঠাকুর মদনমোহন বিরাজ করেন। তবে মদনমোহন মন্দিরের একপাশে কাঠামিয়া মন্দিরে সমস্ত ধরনের পুজো কাঠামো দিয়ে পুজো করা হয়ে থাকে। বছরের বিশেষ সময় এখানে দুর্গা পুজো করা হয়।
মদনমোহন মন্দিরের দুর্গা পুজোর দুর্গা প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে যে বিশেষ নিয়ম নীতি রয়েছে সে সম্পর্কে মদনমোহন মন্দিরের রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "সমস্ত মন্দিরের প্রতিমা বিসর্জন এর পর মূল ঘট এই মন্দিরের কাঠামো মন্দিরে নিয়ে আসা হয়। এছাড়া এখানে দশমীর শেষ অঞ্জলিতে কোচবিহারের জেলাশাসক অঞ্জলি দিয়ে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ!
অঞ্জলীর পরে এখানে অপরাজিতা পুজো করা হয়। তারপর বিকেল নাগাদ দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তোর্সা নদীতে। সেখানে মাকে নৌকায় উঠিয়ে ঘোরানোর পর। তোর্সা নদীতে বিসর্জন করা হয়। তবে মায়ের কাঠামো বিসর্জনের পর আবার কাঠামো মন্দিরে নিয়ে আসা হয়। পরের বছরের পুজোতে সেই কাঠামো ব্যবহার করেই দুর্গা প্রতিমা তৈরি হয়”।
advertisement
advertisement
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Durga Puja 2022 II আগামীর অপেক্ষায় সিঁদুরের রঙে রাঙিয়ে বিদায় মদনমোহন বাড়ির উমাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement