বানেশ্বর: কোচবিহার জেলার অন্যতম ঐতিহাসিক প্রাচীন শিব মন্দির বাণেশ্বর শিব মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে নানা অজানা রহস্য রয়েছে তবে একটা কথা বলতেই হয়। এই শিব মন্দির বেশ জাগ্রত শিব মন্দির এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তাই বছরের বিশেষ কিছু পুজোর তিথির সময় প্রচুরভক্তএই মন্দিরে ভিড় জমান। আজ রাত্রি থেকে সমস্ত শিব মন্দিরে পালন করা হবে শিবরাত্রি। এই শিবরাত্রির কে নিয়ে ভক্তদের মধ্যে আলাদা একটি উদ্দীপনা কাজ করে প্রতিবছর। এই বছরেও সেই উদ্দীপনার বিন্দুমাত্র খামতি নেই। সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে পুজোর প্রস্তুতির পর্ব। ঠিক তার পাশাপাশি বাণেশ্বর শিব মন্দিরও সেজে উঠছে শিবরাত্রি উপলক্ষে।
কোচবিহার জেলার অন্যতম ঐতিহাসিক প্রাচীন শিব মন্দিরের পুরোহিত অচিন্ত্য ঠাকুর জানাচ্ছেন, "প্রতি বছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটেশিব মন্দিরে। বছরের এই একমাত্র বিশেষ তিথিতে।রাত্রিতে পুজো করা হয়ে থাকে। মূলত সেই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়। এই বছরেও তার অন্যথা হবে না। ইতিমধ্যেই মন্দির চত্বর সাজিয়ে তোলার পর্ব চলছে।"
আরও পড়ুন- Maha Shivratri 2023 in North 24 Parganas: জলের তলায় থাকেন জলেশ্বর শিব, জানুন এই মন্দিরের মাহাত্ম্য
মহা শিবরাত্রির এই বিশেষ দিনে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটার কারণে। মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ও দেখতে পাওয়া যায়। এবং মন্দির চত্বরে আগত ভক্ত বৃন্দদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও করা হয়ে থাকে। তবে এই মন্দিরটি কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকার কারণেএই সমস্ত দায়িত্ব পালন করেন ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা।
আরও পড়ুন- Maha Shivratri 2023: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম, লিঙ্গ অভিষেকের রইল ফটো
বছরের অন্যান্য দিনেও প্রচুর পর্যটক ও ভক্তবৃন্দরা এই মন্দিরে ভিড় জমান। তবে বিশেষ তিথি গুলিতে এই ভিড়ের পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে ওঠে। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখার্জী জানাচ্ছেন, এই মন্দির কোচবিহারের মধ্যে অত্যন্ত জাগ্রত ও প্রাচীন একটি মন্দির।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।