Love Affair | Viral: মামা-ভাগ্নির উত্তাল প্রেম! বিয়ের প্রতিশ্রুতি! মামার বাড়ির সামনে একী করল যুবতী! শোরগোল শহরে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Love Affair | Viral: প্রেম বলে কাকে? মাম-ভাগ্নির কাণ্ডে উত্তাল শহর। জানুন
মরিচবাড়ি: আশ্চর্য এক ধর্ণার ঘটনা ঘটল কোচবিহার জেলার কোচবিহার ২ নং ব্লকের মরিচবাড়ি এলাকায়। মামার সঙ্গে দীর্ঘ গভীর প্রণয়ের সম্পর্ক। আর তার জেরেই ধর্ণায় বসল ভাগ্নি। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "দীর্ঘ প্রায় এক বছরে বেশি সময় ধরে প্রণয়ের সম্পর্কের জেরেই এই ধর্ণায় বসার ঘটনা ঘটিয়েছে যুবতী। প্রায় তিন দিন সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় পরেও ধর্ণায় বসা যুবতীর কোন সুরাহা না হওয়ায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই অভিযুক্ত প্রেমিক মামা পলাতক অবস্থায় রয়েছেন। এবং সেই প্রেমিক মামার বাড়ির সামনে ধর্ণা অব্যাহত রেখেছে ওই যুবতী।"
ধর্ণারত ওই যুবতী জানান, "দীর্ঘ প্রায় এক বছরের ও বেশি সময় ধরে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁদের দুজনের মধ্যে। প্রেমিক সম্পর্কে তাঁর মামা হয়। দুজনের বাড়ি পাশাপাশি দুই গ্রামে। আগে প্রেমিক তাঁকে বিয়ে করতে রাজি থাকলেও, বর্তমানে বিয়ে করতে পরিষ্কার অস্বীকার করে অভিযুক্ত ওই প্রেমিক। তাই সে কোন পথ না পেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণাতে বসেছে। যতক্ষণ না পর্যন্ত তাঁকে মেনে না নেওয়া হয়। ততক্ষন পর্যন্ত সে এই ধর্না অব্যাহত রাখবে।"
advertisement
advertisement
তবে গোটা এই ধর্ণার বিষয় নিয়ে কোন প্রকারের মুখ খুলতে রাজি হননি জনৈক ওই প্রেমিকের পরিবারের মানুষেরা। যুবতীর ধর্ণায় বসার শুরুর দিন থেকেই প্রেমিক যুবক বাড়ি থেকে পলাতক অবস্থায় রয়েছেন। তবে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রেমিকের পরিবারের মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং ধর্ণারত ওই যুবতীর সঙ্গে কথাও বলেন। তবে গোটা ঘটনার কোন লিখিত অভিযোগ জমা না পড়ার কারণে পুলিশ কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এখনোও পর্যন্ত। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে এলাকায় আবারোও কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 5:20 PM IST