Cooch Behar News: টমটম গাড়িতে মন টানে ছোটদের! রাস মেলায় কচিকাঁচাদের আকর্ষণ এই খেলনা গাড়ি
- Published by:Debalina Datta
Last Updated:
কোচবিহারের রাস মেলায় ছোটদের জন্য এই ব্যবসায়ীদের তৈরি জিনিস খুব পছন্দের। এই ব্যবসায়ীরা তৈরি করেন টমটম গাড়ি। এই গাড়ি দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি।
#কোচবিহার: রাস মেলা আসলেই কিছু ব্যবসায়ীদের দেখতে পাওয়া যায় তাদের দোকানের পসরা নিয়ে কোচবিহারে আসতে। এই ব্যবসায়ীরা অস্থায়ীভাবে তাবু খাটিয়ে রাস্তার পাশেই নিজেদের দোকানের পসরা সাজিয়ে বসেন।
কোচবিহারের রাস মেলায় ছোটদের জন্য এই ব্যবসায়ীদের তৈরি জিনিস খুব পছন্দের। এই ব্যবসায়ীরা তৈরি করেন টমটম গাড়ি। এই গাড়ি দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি। এই গাড়ি মেলায় ঘুরে ঘুরেও বিক্রি করতে দেখা যায় কিছু মানুষকে। তবে এই রাস মেলায় দীর্ঘ বহু সময় ধরে এই টমটম গাড়ি ছোটদের আকর্ষণের মূল কেন্দ্র বিন্দু হয়ে রয়েছে।
advertisement
advertisement
টমটম গাড়ির এক বিক্রেতা মোহাম্মদ রফিক জানান, "তাদের বাড়ি বিহারে। সুদূর বিহার থেকে প্রতি বছর তারা এই টমটম গাড়ি নিয়ে আসেন কোচবিহারের রাস মেলায় আসেন। এই গাড়ি তৈরি হয় বাঁশ, ও মাটি দিয়ে এবং বেলুন থেকে কাঠির নিচে। যাতে এই টমটম আওয়াজ হয়। এই টমটম গাড়ির বর্তমান দাম রয়েছে ২০ টাকা। মেলা শেষ হলে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান।"
advertisement
আরও পড়ুন - Siliguri News: কু ঝিক ঝিক শব্দে ওদের জন্যেই এসে দাঁড়াল টয়ট্রেন! চোখে-মুখে আনন্দ মেখে শিশু দিবস সেলিব্রেশন
এক স্কুল ছাত্র অজয় দে বলেন, "প্রতি বছর এই গাড়ি কেনা হয় রাস মেলা থেকে। বাবার সাথে এসে কেনেন এই গাড়ি। দারুন লাগে এই গাড়ির আওয়াজ। দাম ও একদম সামান্য। তাই বাবার খুব একটা আপত্তি থাকেন কিনে দেওয়ার ক্ষেত্রে।"
advertisement
কোচবিহার জেলার এই রাস মেলায় প্রায় শুরুর সময় থেকেই ছোটদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই টমটম গাড়ি। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয় এই খেলনা গাড়িটি। তাই এই গাড়ির চাহিদাও রয়েছে প্রচুর। সবশেষে বলতেই হয় রাস মেলায় সময় ছোটবেলার স্মৃতি চারণ করতে অনেকেই কেনেন এই টমটম গাড়ি। দীর্ঘ সময় ধরে এই টমটম গাড়ি প্রায় সকল স্তরের মানুষদের একটা আলাদা আবেগের জিনিস হয়ে দাড়িয়েছে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
November 14, 2022 8:21 PM IST