Siliguri News: কু ঝিক ঝিক শব্দে ওদের জন্যেই এসে দাঁড়াল টয়ট্রেন! চোখে-মুখে আনন্দ মেখে শিশু দিবস সেলিব্রেশন

Last Updated:
শিশু দিবসে প্রতিবন্ধীদের নিয়ে টয়ট্রেন রাইড, পাহাড়ী পথে খেলনা গাড়িতে চড়ার সুযোগ পেয়ে মুগ্ধ ওরা!
1/5
# শিলিগুড়ি : হেরিটেজ টয়ট্রেনে চেপে পাহাড়ের চড়াই উতরাই পথ ধরে রাইড! ওরা ভাবতেও পারেনি কোনোদিন! ওদের কেউ জন্ম থেকেই দৃষ্টিহীন, কেই হাঁটতে পারে না। কেউ আবার কথা বলতে পারে না! অনুভূতিই ওদের কাছে প্রেরণা! সেই শক্তিকে সঙ্গী করেই আজ ওদের এক স্বপ্ন পূরণ! আজ বিশ্ব শিশু দিবস। দিনটিকে বিশেষ চাহিদা সম্পন্নদের ছেলে, মেয়েদের নিয়ে অন্য আঙ্গিকে সাজিয়ে তুলতেই ইউনিক ভাবনা শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের।
# শিলিগুড়ি : হেরিটেজ টয়ট্রেনে চেপে পাহাড়ের চড়াই উতরাই পথ ধরে রাইড! ওরা ভাবতেও পারেনি কোনোদিন! ওদের কেউ জন্ম থেকেই দৃষ্টিহীন, কেই হাঁটতে পারে না। কেউ আবার কথা বলতে পারে না! অনুভূতিই ওদের কাছে প্রেরণা! সেই শক্তিকে সঙ্গী করেই আজ ওদের এক স্বপ্ন পূরণ! আজ বিশ্ব শিশু দিবস। দিনটিকে বিশেষ চাহিদা সম্পন্নদের ছেলে, মেয়েদের নিয়ে অন্য আঙ্গিকে সাজিয়ে তুলতেই ইউনিক ভাবনা শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের।
advertisement
2/5
শিলিগুড়ি জংশন থেকে সুকনা ছুঁয়ে সোজা কার্শিয়ংয়ের রংটং! আকাবাঁকা পাহাড়ী পথ, সবুজ চা বাগান আর জঙ্গল ঘেরা পথ ধরে টয়ট্রেন রাইড! এ যেন এক অলীক স্বপ্নপূরণের স্বাদ পেল ওরা। ওদের উচ্ছ্বাসেই তা টের পাওয়া গেল! এনজেপি থেকে যখন ট্রেনটি এসে দাঁড়ালো শিলিগুড়ি জংশনে, কু- ঝিক-ঝিক আওয়াজ কানে আসতেই ওদের তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস! একে অপরকে জড়িয়ে ধরল। কতক্ষনে ট্রেনে চাপবে, তর সইছিল না।
শিলিগুড়ি জংশন থেকে সুকনা ছুঁয়ে সোজা কার্শিয়ংয়ের রংটং! আকাবাঁকা পাহাড়ী পথ, সবুজ চা বাগান আর জঙ্গল ঘেরা পথ ধরে টয়ট্রেন রাইড! এ যেন এক অলীক স্বপ্নপূরণের স্বাদ পেল ওরা। ওদের উচ্ছ্বাসেই তা টের পাওয়া গেল! এনজেপি থেকে যখন ট্রেনটি এসে দাঁড়ালো শিলিগুড়ি জংশনে, কু- ঝিক-ঝিক আওয়াজ কানে আসতেই ওদের তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস! একে অপরকে জড়িয়ে ধরল। কতক্ষনে ট্রেনে চাপবে, তর সইছিল না।
advertisement
3/5
চোখে মুখে উৎসবের পরশ! খুশীতে রীতিমতো ডগমগ! এর আগে ওরা পাহাড়ি খেলনা গাড়ির কথা শুনেছে, কেউ বইয়ের পাতায় বা হিন্দি ছবিতে দেখেছে। ইচ্ছেটা তো ছিলই। তবে যে সেটা সত্যি হবে, তা কি আর ওরা জানতো!
চোখে মুখে উৎসবের পরশ! খুশীতে রীতিমতো ডগমগ! এর আগে ওরা পাহাড়ি খেলনা গাড়ির কথা শুনেছে, কেউ বইয়ের পাতায় বা হিন্দি ছবিতে দেখেছে। ইচ্ছেটা তো ছিলই। তবে যে সেটা সত্যি হবে, তা কি আর ওরা জানতো!
advertisement
4/5
হ্যাঁ, আজ শিশু দিবসে টয়ট্রেন রাইড দিনটির গুরুত্ব কয়েকগুন বাড়িয়ে দিল রাণী মূর্মূ, বিমল মাহাতোদের! পাহাড়ি পথে হেলতে দুলতে এগিয়ে চলা। জানালার কাঁচের ওপারে কি তা অনেকেই দেখতে পায়নি ঠিকই, তবে অনুভূতির মধ্য দিয়ে জয় করে নিল এক নতুন অভিজ্ঞতা। শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন "ইউনিক ফাউণ্ডেশনের" উদ্যোগেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে এই সফর। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েও।
হ্যাঁ, আজ শিশু দিবসে টয়ট্রেন রাইড দিনটির গুরুত্ব কয়েকগুন বাড়িয়ে দিল রাণী মূর্মূ, বিমল মাহাতোদের! পাহাড়ি পথে হেলতে দুলতে এগিয়ে চলা। জানালার কাঁচের ওপারে কি তা অনেকেই দেখতে পায়নি ঠিকই, তবে অনুভূতির মধ্য দিয়ে জয় করে নিল এক নতুন অভিজ্ঞতা। শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন "ইউনিক ফাউণ্ডেশনের" উদ্যোগেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে এই সফর। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েও।
advertisement
5/5
আগামীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত রাইড করার জেদ চেপে বসেছে ওদের মধ্যে! সেই আশাতেই বুক বাঁধছে ওরা!। সংগঠনের সদস্যা মুনমুন সিং রাজপুত জানান, ওদের মুখে হাসি ফোঁটাতেই এই ইউনিক ভাবনা। Input-  Partha Pratim Sarkar
আগামীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত রাইড করার জেদ চেপে বসেছে ওদের মধ্যে! সেই আশাতেই বুক বাঁধছে ওরা!। সংগঠনের সদস্যা মুনমুন সিং রাজপুত জানান, ওদের মুখে হাসি ফোঁটাতেই এই ইউনিক ভাবনা। Input-  Partha Pratim Sarkar
advertisement
advertisement
advertisement