কলকাতায় এবার বাঘের দাপট, মাঝের ট্রান্সফার উইন্ডোতে ১১ কোটির শার্দুল এল কেকেআরে

Last Updated:

এর আগেই আইপিএল ২০৩-এর জন্য, গুজরাত টাইটান্স রবিবার ফাস্ট বোলার লকি ফার্গুসনকে কলকাতা নাইট রাইডার্সে ট্রান্সফার করেছে।

kolkata knight riders acquire Shardul Thakur from delhi capitals for IPL 2023
kolkata knight riders acquire Shardul Thakur from delhi capitals for IPL 2023
#কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরসুমের জন্য দিল্লি ক্যাপিটাল্স থেকে ভারতীয় পেসার শার্দুল ঠাকুরকে নিয়ে নিয়েছে৷ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে সোমবার এই ডিল চূড়ান্ত হয়েছে এটি একটি পুরো নগদে হওয়া চুক্তি। শার্দুল বর্তমানে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজের জন্য ভারতীয় দলের অংশ। এই সফর ১৮ নভেম্বর থেকে শুরু হবে। এই বছরের শুরুর দিকে আইপিএল মেগা নিলামের সময় দিল্লি ক্যাপিটাল্স শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল।  সেই সময় তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংস ছাড়াও পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স তাঁকে কেনার চেষ্টা করেছিল, কিন্তু এই চারমুখী বিডিং শেষে  দিল্লি তাকে তুলে নিয়েছিল৷
তরুণ এই পেসার ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তাঁর ইকনমি রেট ছিল ৯.৭৯। ২০১৭তে আইপিএলে লিগে নিয়মিত হওয়ার পর থেকে এটি তার দুর্বল বোলিং পরিসংখ্যানগুলির মধ্যে একটি। ব্যাট হাতেও তিনি দলকে যথাযোগ্য সাহায্য করেন তিনি প্রায় ১৩৮ স্ট্রাইক রেটে  ১২০ রান করেন।
advertisement
advertisement
কেকেআর মাঝের ট্রেডিং উইন্ডোর সময় সবচেয়ে সক্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিল, এই উইন্ডো মঙ্গলবার বন্ধ হবে, এদিনের মধ্যে আইপিএল দলগুলি তাদের রিটেন করা প্লেয়ার ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করে দেবে৷  এই ট্রান্সফার উইন্ডোটি মঙ্গলবার বিকেল পাঁচটায় বন্ধ হওয়ার কথা রয়েছে। এর আগেই আইপিএল ২০৩-এর জন্য, গুজরাত টাইটান্স রবিবার ফাস্ট বোলার লকি ফার্গুসনকে কলকাতা নাইট রাইডার্সে ট্রান্সফার করেছে।
advertisement
নিউজিল্যান্ড পেসার গুজরাট টাইটান্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে একটি ম্যাচে ৪ উইকেটও রয়েছে। আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান, রহমানুল্লাহ গুরবাজকেও গুজরাত টাইটান্স থেকে  কলকাতা নাইট রাইডার্সে ট্রান্সফার করা হয়েছে৷
আইপিএল ২০২২-এ দিল্লি ক্যাপিটাল্স ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছিল৷ সাতটি জয় নিয়ে সিজনে আইপিএল পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ছিল।অন্যদিকে, কেকেআর ১৪  ম্যাচে ১২ পয়েন্ট এবং ৬ টি জয় নিয়ে টেবলের সাত নম্বরে ছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতায় এবার বাঘের দাপট, মাঝের ট্রান্সফার উইন্ডোতে ১১ কোটির শার্দুল এল কেকেআরে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement