Biryani Love: বিরিয়ানির গন্ধে ম ম...কলাপাতাতে বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছে দলে দলে, রইল ভিডিও

Last Updated:

দিনহাটা মহকুমায় একটি বিরিয়ানির দোকান অভিনবত্ব নিয়ে হাজির হয়েছে সকলের মাঝে। বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানির অর্ডার দিলেই বিরিয়ানি আসছে কলা পাতার  প্লেটের মধ্যে।

+
কলাপাতার

কলাপাতার প্লেটে বিরিয়ানি! শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি!

#কোচবিহার: বিরিয়ানি খেতে প্রায় সকল মানুষই পছন্দ করে থাকেন। তবে যদি সেই বিরিয়ানি যদি পরিবেশন করা হয় কলা পাতার মধ্যে,  তবে তো সেই বিরিয়ানির স্বাদ ও খাওয়ায় আনন্দ আরও কয়েক গুন বেড়ে যায়। কোচবিহারের বুকে এমন অভিনব উপায়ে বিরিয়ানি পরিবেশন শুরু করা হয়েছে কয়েকদিন আগে থেকে।
দিনহাটা মহকুমায় একটি বিরিয়ানির দোকান এই অভিনবত্ব নিয়ে হাজির হয়েছে সকলের মধ্যে। হ্যাঁ, এটাই সত্যি। বিশ্বাস করতে পারবেন না নিজের চোখকে। বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানির অর্ডার দিলেই বিরিয়ানি আসছে কলা পাতার মধ্যে প্লেটে। যা খেতে অত্যন্ত সুস্বাদু, তবে  আরও  যেটা বিশেষ মনে হচ্ছে  তাহল এটা দেখতে অত্যন্ত সুন্দর। আপনি এই বিরিয়ানি খেতে বসে পুরনো আমলের নস্টালজিয়ায় ফিরে যাবেন নিশ্চিত ভাবে।
advertisement
advertisement
এই বিরিয়ানির প্লেট নিয়ে খেতে বসলে আপনি পাবেন বিরিয়ানির মধ্যে বাঙালিয়ানার ছোঁওয়া। যদিও বিরিয়ানি কোন কালেই বাঙালিদের নিজেদের খাবার ছিল না। তবে এই বিরিয়ানি দেখলে এবং খাওয়ার সময় তা মনেই হবে না আপনার।  একেবারেই ছোট্ট একটি দোকান। তবে দোকানের কর্মকাণ্ড দেখলে তা আপনার মনে হবে না। বিরিয়ানির দোকানে একের পর এক মানুষ আসছেন এবং এই বিরিয়ানি খেয়ে দেখছেন। সকলেরই মুখে প্রায় একই রকম বক্তব্য। সকলেই জানাচ্ছেন, কলা পাতায় বিরিয়ানি কোচবিহারের বুকে প্রথম। এই অভিনবত্বটি যথেষ্ট এই দোকানের বিরিয়ানি একটিবার খেয়ে দেখার জন্য। আর বিরিয়ানির কথা তো বলতেই হবে না। দারুন সুস্বাদু বিরিয়ানি। অন্যান্য সকল গতানুগতিক বিরিয়ানির দোকানকে ইতিমধ্যে পাল্লা দিতে শুরু করেছে এই বিরিয়ানির দোকান।
advertisement
বিরিয়ানির দোকানের মালিক দীপক বর্মন জানান, সুদূর কর্নাটক থেকে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি রান্না করার রাধুনিকে। তাঁর নাম সুনীল কন্নন। তিনি একেবারে পাকা হাতে সুস্বাদু বিরিয়ানি তৈরি করে চলেছেন প্রতিদিন।  কলাপাতার মধ্যে বিরিয়ানি দেওয়ার যে বিষয়টি রয়েছে, সেটি হল, বাঙালিরা কলাপাতার মধ্যে খাবার খেতে খুব পছন্দ করে। যদিও বিরিয়ানি বাঙালি খাবার নয়। তবে বিরিয়ানির মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া নিয়ে আসার জন্য কলাপাতার মধ্যে এই বিরিয়ানি সকলকে দেওয়া হচ্ছে।  তবে একটা কথা বলতেই হয়। সমগ্র কোচবিহার জেলায় এই প্রথম কোন দোকান কলাপাতার মধ্যে বিরিয়ানি দিচ্ছে তা কোচবিহারের মানুষদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে ইতিমধ্যেই।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Biryani Love: বিরিয়ানির গন্ধে ম ম...কলাপাতাতে বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছে দলে দলে, রইল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement