Cooch Behar News: পুজো আসতেই দই খাওয়ার হিড়িক পড়েছে! বিক্রি বেড়েছে বানেশ্বরের দই!
Last Updated:
পুজোর সময় আসতেই দইয়ের চাহিদা এক লাফে অনেকটা বেড়ে ওঠে। দিনে মোটামুটি ১০০ কিলোর বেশি দুধ আসে। তার সম্পূর্ণটা দিয়েই দই তৈরি করা হয়।
#কোচবিহার: পুজো কিংবা প্রত্যেকটা পবিত্র অনুষ্ঠানে দইয়ের চাহিদা থাকে প্রচুর পরিমাণে। আর এই দই তৈরি করতে বিশেষ অনুষ্ঠানের সময় গুলিতে রীতিমত হিমশিম খেতে হয় দই বিক্রেতাদের। কোচবিহারের বানেশ্বর এলাকার দই, কোচবিহার জেলা তথা পার্শ্ববর্তী এলাকাগুলিতে রীতিমত প্রসিদ্ধ। এই এলাকার দই বিক্রেতারা এখনও পর্যন্ত প্রাচীন পন্থা অবলম্বন করেই দই তৈরি করে আসছেন শুরুর সময় থেকে। তাই এই দইয়ের স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই অতুলনীয় অন্যান্য দইয়ের তুলনায়। বছরের অন্যান্য সময় দইয়ের খুব একটা চাহিদা না থাকলেও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর সময় এবং বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে এর চাহিদা অনেকটাই বেড়ে ওঠে।
আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
কোচবিহার জেলা জুড়ে প্রচুর সংখ্যক দই বিক্রেতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই বানেশ্বর এলাকার দই বিক্রেতাদের তৈরি করা দই মানুষের মন জয় করেছে। আর মূলত সে কারণেই অনুষ্ঠানের দিনগুলিতে এই দইয়েরই চাহিদা বৃদ্ধি পায় অনেকগুণ। আর দইয়ের যোগান দিতে হয় রীতিমত বেগ পেতে এই সমস্ত দই বিক্রেতাদের। এলাকার একদই বিক্রেতা দীপঙ্কর পাল বলেন, "সারা বছর আমরা এই প্রাচীন পন্থা অবলম্বন করেই দই তৈরি করে আসছি। বছরের অনন্য সময় এখানে দইয়ের চাহিদা খুব একটা থাকে না। তবে পুজোর সময় আসতেই দইয়ের চাহিদা এক লাফে অনেকটা বেড়ে ওঠে। দিনে মোটামুটি ১০০ কিলোর বেশি দুধ আসে আমাদের এখানে। তার সম্পূর্ণটা দিয়েই দই তৈরি করা হয়।"
advertisement
আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে
এলাকার অধিকাংশ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, "এই বানেশ্বর এলাকার দই স্বাদে ও গুনে অনেকটাই উৎকৃষ্ট মানের। কোনরকম রাসায়নিক কিংবা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয় না এই দই তৈরি করতে। তাই এই দোয়ের পুষ্টিগুণ অনেকখানি। আমাদের এলাকায় এই দই তৈরির কারখানা থাকার ফলে অনুষ্ঠানের দিনগুলিতে দারুন সুবিধা হয় আমাদের। এছাড়া আমাদের এখানকার দই কোচবিহার জেলার পাশাপাশি আশেপাশে জেলাগুলিতেও গিয়ে থাকে।"
advertisement
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
September 30, 2022 5:16 PM IST