Coochbehar News: লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করল কলেজ! অভিনব ভাবনায় খুশি সকলে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করে তাক লাগিয়ে দিল কোচবিহারের এই সরকারি কলেজ
কোচবিহার: বানেশ্বর সারথীবালা কলেজের উদ্যোগে তৈরি হল লোকসংস্কৃতি মিউজিয়াম। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মিউজিয়ামটি। কৃষিকেন্দ্রিক সংস্কৃতি, মৎস্যকেন্দ্রিক সংস্কৃতি, লোকসঙ্গীত সহ পুরোনো দিনের ব্যবহার করা বিভিন্ন জিনিস স্থান পেয়েছে এই সংগ্রহশালায়। উত্তরবঙ্গের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংগ্রহশালা কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সংস্কৃতি প্রেমী সকল মানুষের জন্য খোলা হয়েছে। যে কেউ এই সংগ্রহশালায় এসে এই সমস্ত জিনিস সম্পর্কে জানতে পারবেন।
কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় জানান, সমগ্র উত্তরবঙ্গের লোকসংস্কৃতির পুরোনো কৃষ্টি ধরে রাখতে এই মিউজিয়াম তৈরি করেছে বানেশ্বর সারথীবালা কলেজ। এর ফলে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির চর্চা আরও ভালোভাবে করা যাবে বলে তিনি দাবি করেন। কলেজের এডুকেশনের অধ্যাপক মিঠুন ঘোষ জানান, পুরনো দিনের সমস্ত সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস যেমন মই, কুর্শি, বেদা, হাতছিনী, লাঙল, পেন্টি, হোচা, খলাই, টেপাই, ছেচলা, সারিন্দা, দোতারা এই মিউজিয়ামে রাখা হয়েছে।
advertisement
advertisement
কলেজের আরেক অধ্যাপক দেবাশিস অধিকারী জানান, এই সংগ্রহশালার মাধ্যমে উত্তরবঙ্গের লোকসংস্কৃতি এবং বিভিন্ন ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যার মাধ্যমে তাঁরা আরও অনেক বেশি জানতে পারবেন উত্তরবঙ্গের লোকসংস্কৃতি সম্পর্কে। কলেজের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এই কলেজের মিউজিয়াম খোলা রয়েছে। আগ্রহী মানুষেরা চাইলে এখানে এসে এই সমস্ত বিষয় দেখতে ও জানতে পারবেন।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 5:17 PM IST
