Cooch Behar News: বাংলাদেশ সীমান্তে হঠাৎ চাঞ্চল্য! চলল গুলি,জখম ১

Last Updated:

Cooch Behar News: পাচারের ছক রুখতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স গুলি চালায় বাংলাদেশের পাচারকারীদের লক্ষ্য করে। এর ফলেই একজন পাচারকারীর পায়ের মধ্যে গুলি লাগে। এবং গুরুতর আহত অবস্থায় তাকে গ্রেফতার করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। 

পাচারকারীদের লক্ষ্য করে বিএসএফের গুলি! পায়ে গুলি লেগে গুরুতর আহত এক পাচারকারী
পাচারকারীদের লক্ষ্য করে বিএসএফের গুলি! পায়ে গুলি লেগে গুরুতর আহত এক পাচারকারী
সার্থক পণ্ডিত,   মাথাভাঙা: কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে আবার পাচারকারীদের পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। পাচারের ছক রুখতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স গুলি চালায় বাংলাদেশের পাচারকারীদের লক্ষ্য করে। এর ফলেই একজন পাচারকারীর পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে গ্রেফতার করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। শনিবার ভোর বেলা মাথাভাঙা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার অশোকবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পাচারের ছক ভেস্তে দিতেই এক পাচারকারীর পায়ে গুলি চালায় বিএসএফ। তার পর খবর পাঠানো হয় পুলিশের কাছে।
গোটা ঘটনার বিষয় নিয়ে মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, "ভারত-বাংলাদেশ সীমান্তে এক পাচারকারীর পায়ে গুলি চালায় বিএসএফ। এবং তাকে গ্রেফতার করা হয় বিএসএফের পক্ষ থেকে। তারপর পুলিশের কাছে খবর পাঠানো হয়। সেই বাংলাদেশের পাচারকারী ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সূত্র মারফত জানতে পারা গিয়েছে, আহত ওই বাংলাদেশি ব্যক্তির নাম মহম্মদ আলম এবং তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার ইসলামপুর ডাঙাপাড়া এলাকায়। তবে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে অতি সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা।
advertisement
আরও পড়ুন :  কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
তা রুখতে রীতিমত সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। কোচবিহার জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় এখানে পাচারকারীদের দৌরাত্ম্য বেশি লক্ষ করা যায়। তবে পুলিশি তৎপরতা ও বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতার কারণে পাচারকারীদের পাচারে ছক বেশিরভাগ সময় রুখে দেওয়া সম্ভব হয়।
advertisement
advertisement
আরও পড়ুন :  ভালবাসার টানে আয়ারল্যান্ড থেকে সুন্দরবনে চলে এসেছেন এক তরুণী
তবে এদিনের এই পাচারকারীদের ওপর গুলি চালানোর বিষয় নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি । বর্তমানে গুরুতর আহত অভিযুক্ত বাংলাদেশি পাচারকারীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বাংলাদেশ সীমান্তে হঠাৎ চাঞ্চল্য! চলল গুলি,জখম ১
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement