মাথাভাঙ্গা: একদিকে গ্রুপ ডি বাতিলের দাবিতে উত্তাল গোটা রাজ্য, অপরদিকে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা মাথাভাঙ্গায়। তার আগে আজ অন্তঃসত্ত্বা এক মহিলা-সহ আর এক মহিলা ধর্নায় বসলেন সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণের সামনে।
জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরির জন্য টাকা দিয়েও মেলেনি চাকরি। তাই এদিনের এই ধর্না। ধর্নায় বসা স্বপ্না বর্মন এবং শোভা রায় বর্মন নামে দুই মহিলা জানান, ২০১৮ সালে দেড় লাখ করে টাকা দেন। অঙ্গনওয়ারী কর্মীর চাকরির জন্য। কিন্তু ৫ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত মেলেনি চাকরি। তাই টাকার দাবিতে এদিন ধর্নায় বসেন তাঁরা।
আরও পড়ুন: আরও কমল তাপমাত্রা! শীতের স্পেল চলছে জেলা জুড়ে, কতদিন থাকবে এই আমেজ
টাকা চাইলেই হুমকি দেওয়া হয় সিডিপিও-র পক্ষ থেকে, এমনটাই দাবি তাঁদের।এদিন ধর্নায় বসার কিছুক্ষণ পর ফের আরেক যুবক এসে ধর্নায় বসেন ঘটনাস্থলে। ওই যুবকের দাবি, সিডিপিও দফতরে প্রতিবন্ধীর কাজ করা এক মহিলার হাত ধরে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য দিয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
আরও পড়ুন: পশুপাখি দর্শনের নয়া ঠিকানা নিউটাউনে, মাত্র এত টাকায় ঘুরে দেখুন নতুন চিরিয়াখানা!
টাকা দিয়েও এখনও চাকরি মেলেনি বরং টাকা চাইলে দেওয়া হয় হুমকি। তবে সিডিপিও নীলরতন হালদার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘অভিযোগকারীরা বলছে পাঁচ বছর আগে টাকা দিয়েছে। আমি এসেছি পাঁচ বছরও হয়নি। টাকা কী করে নেব? প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নাম করে দফতরের কেউ টাকা নিয়েছিল। সেটা আমি আসার পর মিটিয়ে দিই। কিন্তু এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে।’’
রাজেশ দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anganwadi, Cooch Behar news