বদলে যেতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি,জোর দেওয়া হবে মেধায়
Last Updated:
#নয়াদিল্লি : আর শুধু মুখস্ত বিদ্যা নয় , এবার থেকে ছাত্র-ছাত্রীদের মেধার মাপ করে নেবে পরীক্ষাপদ্ধতি ৷ পরীক্ষায় মেপে নেওয়া হবে অ্যানালিটিকাল স্কিল ৷
এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয়মন্ত্রক ৷ দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডরি এডুকেশন বা CBSE ভাবনা চিন্তা চালাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় রদবদল আনার ৷ যার জেরে বদলে যাবে ক্লাস ১০ ও ১২-র প্রশ্নপত্র ৷ ২০২০ থেকে এই বদলে যাওয়া প্যাটার্নে পরীক্ষা হবে ৷
নতুন এই পরীক্ষাপদ্ধতিতে দ্রুত পরীক্ষার ফল বার করা থেকে তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করা, ভোকেশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া সবকিছুই থাকবে ৷
advertisement
advertisement
পরীক্ষার্থীদের মুখস্ত উত্তর লেখার থেকে নিজেদের সলভিং স্কিল বেশি কার্যকর করতে হবে ৷ আরও বেশি কম নম্বরের প্রশ্ন থাকবে ৷ ১ থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে ৷ এমনটাই জানিয়েছে হিউম্যান রিসোর্স মন্ত্রকের আধিকারিক ৷
আরও পড়ুন - মোদির ভাই অটোচালক ? ইন্টারনেটে ভাইরাল ছবি
দুটি ভাগে পরীক্ষা নেওয়ার ভাবনা হচ্ছে ৷ একটিতে থাকবে ভোকেশনাল বিষয়গুলি ও অন্যটিতে থাকবে নন ভোকেশনাল বিষগুলি ৷ যেহেতু ভোকেশনাল বিষয় নিয়ে পড়াশুনো খুব মানুষ করেন তাই পরীক্ষার্থীর সংখ্যাও খুবই কম ৷ তাই এই বিষয়গুলির পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে আর বাকি পরীক্ষাগুলি শেষ হবে ১৫ মার্চের মধ্যে ৷
Location :
First Published :
August 24, 2018 8:42 AM IST