বাড়ির উঠোনেই ফলছে ১০ রকমের কমলা সহ লেবু ! ‌অবাক করেছেন এই যুবক

Last Updated:

Agriculture: নিজের বাড়ির উঠোনেই ১০ রকমের কমলা ও লেবু ফলিয়ে তাক লাগিয়েছেন এক যুবক। অল্প জায়গায় এমন সাফল্য এনে দিয়েছে অভিনব চাষপদ্ধতি ও ধৈর্য।

+
বাড়ির

বাড়ির উঠোনেই ফলের গাছ

মুর্শিদাবাদ: প্রত্যন্ত গ্রামে এ যেন এক সবুজ বিপ্লব। বাড়ির উঠোনেই ১০ রকমের কমলা, বেদনা ও সৌদির খেজুর গাছ তৈরি করে তাকা লাগিয়ে দেওয়া হল। উদ্যমী যুবকের সফল চাষে অবাক গ্রামবাসী। এক সময় যাকে পাগল বলে কটাক্ষ করত এলাকার মানুষ, আজ সেই যুবকের সফলতা দেখে অবাক সবাই। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রত্যন্ত গ্রাম সোলুয়া আকুন্দা বেড়িয়ার বাসিন্দা সেহেরুল শেখ। নিজের বাড়ির মাটিতেই তৈরি করে তুলেছেন এক অনন্য ফল বাগান। আর তাতেই মিলছে চমকপ্রদ সাফল্য।
জানা গিয়েছে, প্রথমে যখন কমলা, বেদানা বা উন্নত জাতের বিদেশি ফলের গাছ লাগাতে শুরু করেন, তখন কেউই বিশ্বাস করতে পারেনি এই মাটিতে এমন ফলন সম্ভব। কিন্তু সেহেরুল শেখের নিষ্ঠা, পরিশ্রম ও উদ্ভাবনী চেষ্টায় আজ তার আঙিনায় শোভা পাচ্ছে ১০ প্রজাতির উন্নত কমলা লেবু। যার মধ্যে রয়েছে মিশরীয় মালটা, পাকিস্তানি কমলা, ইন্ডিয়ান সিকিম মৌসুমী, ডেকোবন প্রভৃতি।
advertisement
advertisement
শুধু তাই নয়, সৌদি আরব থেকে আনা খেজুর গাছও এই মাটিতে বড় হয়ে উঠছে সফলভাবে। এছাড়াও রয়েছে জে এম টু বেদানা, সাদা জাম, কালো প্রজাতির আখ, উন্নত মানের কাঁঠাল, কাটিমন আম, কাজুবাদাম, লেমন গ্রাস সহ আরও একাধিক উন্নত প্রজাতির ফল গাছ। তার এই চেষ্টার ফল এখন শুধু ফলের ঝুড়িতেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলের চাষিদের মনেও।
advertisement
বর্তমানে তার সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই শুরু করেছেন উন্নত জাতের ফলের চাষ। সেহেরুল শেখ এখন শুধু একজন কৃষক নন, গ্রামের সবুজ বিপ্লবের পথপ্রদর্শক। এই ঘটনা আরও একবার প্রমাণ করে, ইচ্ছা শক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে নিজের জমিতেই সম্ভব উন্নত চাষ ও আর্থিক সাফল্য অর্জন।
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ির উঠোনেই ফলছে ১০ রকমের কমলা সহ লেবু ! ‌অবাক করেছেন এই যুবক
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement