Income Tax: এই ৫ ধরনের আয়ের উপর প্রযোজ্য নয় Tax, সম্পূর্ণ ছাড় দেয় আয়কর দফতর, জেনে নিন আর টাকা বাঁচান!

Last Updated:

অনেকেই জানেন না ৫ ধরনের আয় থেকে কোনও কর দিতে হয় না। আয়কর রিটার্ন দাখিলের সময় ঘনিয়ে আসছে, তাই এটা জেনে রাখা সবার জন্য গুরুত্বপূর্ণ।

কলকাতা: করদাতারা সবসময়ই ট্যাক্স বাঁচানোর নানা উপায়ের খোঁজে থাকেন। কেউ ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করেন, কেউ অবলম্বন করেন অন্য পন্থা। কিন্তু অনেকেই জানেন না ৫ ধরনের আয় থেকে কোনও কর দিতে হয় না। আয়কর রিটার্ন দাখিলের সময় ঘনিয়ে আসছে, তাই এটা জেনে রাখা সবার জন্য গুরুত্বপূর্ণ।
চাকরি বা ব্যবসা থেকে বার্ষিক আয়ের ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করদাতাদের আইটিআর ফাইল করতে হয়। কিন্তু, আয়করেও অ-করযোগ্য আয়ের বিধান রয়েছে। অ-করযোগ্য আয় সেই আয়কে বোঝায় যা আয়করের অধীন নয়।
advertisement
কৃষি থেকে আয়: আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, কৃষি থেকে আয়কে আয়করের আওতার বাইরে রাখা হয়েছে। হিন্দু অবিভক্ত পরিবারের আয়, স্থাবর সম্পত্তি থেকে আয় বা পৈতৃক সম্পত্তি থেকে আয়েও কর দিতে হয় না।
advertisement
উপহার: আয়কর আইনের ৫৬(ii) ধারা অনুযায়ী, কোনও আত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সম্পত্তি, অর্থ, গয়না, যানবাহন ইত্যাদিতে কোনও কর দিতে হয় না। যাই হোক, যদি আত্মীয় ছাড়া অন্য কেউ উপহার হিসাবে কিছু দেয় তবে তাতে শুধুমাত্র ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
গ্র্যাচুইটি: মৃত্যু বা অবসরে সরকারি কর্মচারীর প্রাপ্ত গ্র্যাচুইটির পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। একই সময়ে, বেসরকারি খাতের কর্মীরা অবসর গ্রহণ বা অবসর বা অক্ষমতার সময় প্রাপ্ত ১০ লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটিতে ছাড় পান। আয়কর আইন অনুযায়ী, অন্যান্য সীমা সাপেক্ষে গ্র্যাচুইটির পর ট্যাক্স ডিডাকশন করা হয়।
advertisement
স্কলারশিপ: ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পান। এই স্কলারশিপও সম্পূর্ণ করমুক্ত। পাশাপাশি মহাবীর চক্র, পরম বীর চক্র, বীর চক্র এবং অন্যান্য পেনশনভোগীদের মতো বীরত্ব পুরস্কার বিজয়ীদের পেনশনের উপরেও কোনও কর দিতে হয় না।
advertisement
বিনিয়োগ: আয়কর আইনের ধারা ১০(১৫) অনুসারে, নির্দিষ্ট সুদের আয় সম্পূর্ণ কর অব্যাহতি বিভাগের অধীনে আসে। এর মধ্যে, সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে প্রাপ্ত ব্যাঙ্ক সুদ, সোনার আমানত বন্ড, স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিকাঠামো বন্ডের উপর প্রাপ্ত সুদের উপর কোনও কর ধার্য করা হয় না।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax: এই ৫ ধরনের আয়ের উপর প্রযোজ্য নয় Tax, সম্পূর্ণ ছাড় দেয় আয়কর দফতর, জেনে নিন আর টাকা বাঁচান!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement