PM Kisan: নতুন নিয়ম জেনে নিন, না হলে মিলবে না যোজনার আগামী কিস্তির টাকা!

Last Updated:

PM Kisan: অনলাইনে এই ভাবে লিস্টে চেক করে নিন নিজের নাম-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নামে প্রতারণা রুখতে সরকারের তরফে একাধিক নিয়মে বদল করা হয়েছে ৷ PM Kisan যোজনার রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ রেশন কার্ডের নম্বর আসার পর স্বামী বা স্ত্রী বা পরিবারের যে কোনও একজন সদস্য পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে পারবেন ৷ নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ডকুমেন্টের সফ্ট কপি বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে ৷
এখন কী কী ডকুমেন্টস দিতে হবে ?
পিএম কিষান যোজনায় প্রথম বার রেজিস্ট্রেশন করালে আবেদনকারীকে রেশন কার্ডের নম্বর দিতে হবে ৷ এর পাশাপাশি রেশন কার্ডের পিডিএফ ফাইলও আপলোড করতে হবে ৷ জমির কাগজ, ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ডের হার্ড কপি জমা করা আর বাধ্যতামূলক নয় ৷ এখন সমস্ত ডকুমেন্টের সফ্ট কপি পিডিএফ ফাইল হিসেবে পোর্টালে আপলোড করতে হবে ৷ এর জেরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে ৷
advertisement
advertisement
বছরে ৬০০০ টাকা কৃষকদের আর্থিক সাহায্য করে সরকার-
পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের বছরে ৬০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অনলাইন ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয় ৷ এই সুবিধা নেওয়ার জন্য যোজনায় নিজের নাম নথিভুক্ত করাতে হবে ৷
advertisement
তিনটি কিস্তিতে টাকা পাবেন কৃষকরা -
এই যোজনায় তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের টাকা পাঠিয়ে থাকে সরকার ৷ প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পাঠানো হয়, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঠানো হয় এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে পাঠানো হয় ৷
advertisement
অনলাইনে এই ভাবে লিস্টে চেক করে নিন নিজের নাম-
এর জন্য প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ হোমপেজে ফার্মার কর্নারে গিয়ে সুবিধাভোগীদের লিস্টে উপরে ক্লিক করতে হবে ৷ এরপর নিজের রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিয়ে Get Report এ ক্লিক করতেই পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: নতুন নিয়ম জেনে নিন, না হলে মিলবে না যোজনার আগামী কিস্তির টাকা!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement