Jandhan account: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা

Last Updated:

কীভাবে মিলবে ১০ হাজার টাকা ?

#নয়াদিল্লি: সাধারনত সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের থেকে পেনাল্টি কেটে নেওয়া হয় ব্যাঙ্কের তরফে ৷ তবে স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক নয় ৷ স্যালারি অ্যাকাউন্টের পাশাপাশি এরমক বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ এরকমই একটি অ্যাকাউন্ট হচ্ছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট (PMJDY- Pradhanmantri Jan Dhan Yojna)৷
জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের ব্যাঙ্কের তরফে একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ এর মধ্যে দুর্ঘটনা বিমা, ওভারড্রাফ্ট ফেসিলিটি, চেক বুক-সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
কীভাবে মিলবে ১০ হাজার টাকা
জনধন যোজনায় অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও ১০ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এটা অনেকটা অল্প সময়ের লোনের মতো ৷ আগে ৫০০০ টাকার এই সুবিধা দেওয়া হত ৷ বর্তমানে সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে ৷
advertisement
কী নিয়ম ?
এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধার জন্য অধিকতম বয় ৬৫ বছর হতে পারে ৷ ওভারড্রাফ্ট সুবিধার জন্য অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাসের পুরনো হতে হবে ৷ তা না হলে কেবল ২০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা মিলবে ৷
advertisement
কী এই জনধন অ্যাকাউন্ট ?
দেশের সমস্ত নাগরিকদের ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে জনধন যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে কোনও ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ জিরো ব্যালেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলা যাবে ৷
advertisement
কী ভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
জনধন অ্যাকাউন্ট বেশিরভাগ সরকারি ব্যাঙ্কে খোলা হয়ে থাকে ৷ কিন্তু আপনি চাইলে বেসরকারি ব্যাঙ্কেও জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটা সহজেই জনধন অ্যাকাউন্টে বদলে ফেলতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাঁর বয়স ১০ বছরের বেশি তিনি জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jandhan account: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement