YES BANK নিয়ে এল নতুন প্রোগাম, গ্রাহকরা পেয়ে যাবেন বিশেষ সুবিধা

Last Updated:

দেখে নিন কী কী সুবিধা মিলবে ....

#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য নতুন প্রিমিয়া ব্যাঙ্কিং প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে ইয়েস ব্যাঙ্ক ৷ প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে রি-এনারজাইস ইয়েস প্রিমিয়াম প্রোগ্রাম ৷ গ্রাহকদের দরকার অনুযায়ী তাদের সমাধান দেওয়া হবে ৷ ইয়েস ব্যাঙ্কের তরফে এই প্রোগ্রামে ছোট ব্যবসায়ী, বেতনভোগী কর্মচারীরা ও প্রবীণ নাগরিকদের সামিল করা হবে ৷ কাস্টোমাইজড ব্যাঙ্কিং সলিউশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই প্রোগ্রাম ৷ এই প্রোগ্রামকে একাধিক প্রোডাক্টস ও পরিষেবা মিলিয়ে তৈরি করা হয়েছে ৷ দেখে নিন কী কী সুবিধা মিলবে ....
বেতনভোগী কর্মচারীদের ইমার্জ ডেবিট কার্ড ৫০ হাজার টাকার বেশি সুবিধার সঙ্গে দেওয়া হবে ৷ পাশাপাশি টাইম্স প্রাইমের বার্ষিক মেম্বরশিপ ৬০ হাজার টাকার বেশি বেনিফিটের সঙ্গে মিলবে ৷
লকার, ট্রেডিং অ্যাকাউন্ট ও লোনের দরকারে প্রেফারেন্সিয়াল প্রাইসিং হবে ৷ লয়াল্টি প্রোগ্রামের মাধ্যমে দ্বিগুণ লয়াল্টি রিওয়ার্ড পয়েন্টস মিলবে ৷ সিঙ্গল ও ফ্যামিলি অ্যাকাউন্টের জন্য রিলেশনসিপ ম্যানেজারের সুবিধা মিলবে ৷
advertisement
advertisement
কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে সোয়াপ করার সুবিধা মিলবে ৷ এমএসএম-ই গ্রাহকদের বিক্রেতা ও কর্মচারীদের এমএসএমই গ্রুপ পেমেন্টের সুবিধা মিলবে ৷
অনলাইন ফান্ড জোগার করার জন্য ই-কালেক্টের সেটআপ করা হবে ৷
প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন সুদের হার ও ওভারড্রাফ্ট সুবিধা ৷ vHealth by Aetna বার্ষিক মেম্বরশিপ মিলবে ৷ এর জেরে ১৫০০০ টাকার বেশি হেলথ কেয়ার বেনিফিটস মিলবে ৷
advertisement
নির্দিষ্ট ভেরিয়েন্টে প্রথম বছর বিনামূল্যে লকার মিলবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
YES BANK নিয়ে এল নতুন প্রোগাম, গ্রাহকরা পেয়ে যাবেন বিশেষ সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement