Year Ender 2023: উদ্ভাবনী চিন্তার জোরে সেরা ব্যবসায়ী তাঁরা; দেখে নিন ২০২৩ সালের সেরা দশের তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কার্নেগি মেলন ইউনিভার্সিটির পাশাপাশি অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ব্যবসার কাজে নেমেছেন বৈভব।
কলকাতা: উদ্ভাবনী ভাবনা আর কৌশলগত বুদ্ধির ক্ষেত্রে ভারতের নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। তাঁদের সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে আউটলুক পত্রিকা প্রকাশ করেছে ২০২৩ সালের দশ জন প্রভাবশালী ব্যবসায়ীর নাম। দেখে নেওয়া যাক এক নজরে—
বৈভব মালু, ম্যানেজিং ডিরেক্টর, ENSO Group—
কার্নেগি মেলন ইউনিভার্সিটির পাশাপাশি অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ব্যবসার কাজে নেমেছেন বৈভব। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে গুরুত্বপূর্ণ কৃষি উপাদান পটাশ সার পর্যন্ত বিভিন্ন শিল্পে গত দু’দশক ধরে তাঁর অনায়াস গতায়াত। আফ্রিকার ইবোলা স্বাস্থ্য সঙ্কটের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ENSO গ্রুপকে পরিচালনা করেছেন তিনি।
advertisement
advertisement
ডা. সুনীল রেড্ডি বোদানাপু, প্রতিষ্ঠাতা এবং সিইও, NUSHIFT—
স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সুনীল রেড্ডি বোদানাপুর অবদান অনস্বীকার্য। কাকতিয়া মেডিক্যাল কলেজ এবং ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের প্রাক্তন এই ছাত্র ভারতের স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর বহুমুখী পদ্ধতি ব্যবহার করেছেন। ডা. বোদানাপু কার্যকরভাবে ক্লিনিকাল দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করে চলেছেন।
advertisement
কুমার সুরেশ, সিইও, PAYBIZ—
কুমার সুরেশ, Paybiz Technologies India private limited-এর সিইও। ভারতের গতিশীল ফিনটেক ল্যান্ডস্কেপের মধ্যে একটি তাঁর উজ্জ্বল উপস্থিতি। টায়ার টু এবং টায়ার থ্রি শহরে পেমেন্ট সিস্টেমের পুনর্নির্মাণে তাঁর গভীর প্রভাব রয়েছে।
advertisement
সজয় মুলনকোদন Go Fish Entertainment Pvt. Ltd., ME Biz and CaSa de Spirits Pvt. Ltd.–
ভারতের বিনোদন বিপণন বর্ধিত ক্ষেত্রে সজয় মূলানকোদন একজন দূরদর্শী নেতা। গত ২৪ বছর ধরে তিনি বিনোদন বিপণনের ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন। Go Fish Entertainmen-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে, সজয়ের বিচক্ষণ নেতৃত্ব কোম্পানিটিকে সাফল্য দিয়েছে।
advertisement
মঞ্জু মাস্তাকার, ম্যানেজিং ডিরেক্টর, Armstrong—
মঞ্জু মাস্তাকার, Armstrong Capital and Financial Services Pvt Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর কাজ করছেন হত ২৬ বছরেরও বেশি সময় ধরে। অভিজ্ঞ আর্থিক উপদেষ্টা হিসেবে তাঁর অভিজ্ঞতা অবশ্য শুরু হয়েছিল একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে শিক্ষানবিশ হিসেবে। ২০০৯ সালে তাঁর নিজের সংস্থা শুরু হয় স্বল্প বাজেট এবং সীমিত সম্পদে কীভাবে সাফল্য আসে, তাঁর দৃষ্টান্ত মঞ্জু।
advertisement
সুধীর কুন্দর, CBO, DE-CIX India—
সুধীর কুন্দর, চিফ বিজনেস অফিসার DE-CIX India, আন্তঃসংযোগ ক্ষেত্রে এক চালিকা শক্তি বলা যায়। টেলি-যোগাযোগ, এফএমসিজি, খুচরা এবং আইসিটি শিল্পে ত্রিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে সুধীরের। তিনি টাটা কমিউনিকেশনস, টাটা টেলিসার্ভিসেস, ভারতী এয়ারটেল এবং সিফাই টেকনোলজির মতো সংস্থার সঙ্গে কাজ করেছেন গুরুত্বপূর্ণ পদে।
advertisement
দীপক আগরওয়াল, সহ-প্রতিষ্ঠাতা, Moneyboxx Finance—
দীপক আগরওয়াল, Moneyboxx-এর সহ-প্রতিষ্ঠাতা, সহ-সিইও এবং সিএফও। গত উনিশ বছরের বেশি সময় দক্ষতার সঙ্গে কাজ করছেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে তাঁর কর্মজীবনে রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকা, কেপিএমজি, জিই ক্যাপিটাল এবং ইনফোসিসের মতো বিখ্যাত প্রতিষ্ঠান। তিনি Avancer Capital Partners প্রতিষ্ঠা করেন।
অক্ষয় দিপালী, প্রতিষ্ঠাতা, Nasch—
অক্ষয় দিপালী Nasch.io-এর প্রতিষ্ঠাতা। কর্মক্ষেত্রের পরিবেশ সংক্রান্ত বিপ্লব ঘটাতে পারে এমনই একটি সংস্থা Nasch। আসলে এর পিছনে রয়েছে কর্মক্ষেত্রে বিষাক্ত পরিবেশির অতীত অভিজ্ঞতা। অক্ষয় AI এবং সাইকোলজির মধ্যে মেল বন্ধন ঘটিয়ে বিশ্বব্যাপী পরিবর্তনকে প্রতিভাত করতে চাইছেন।
পীযূষ মাখারিয়া, সিএফও, StockGro—
পীযূষ মাখারিয়া একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। পীযূষের নির্দেশনায় StockGro বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। জটিল আর্থিক লেনদেন সহজতর করার এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থা অর্জনে তাঁর ক্ষমতার প্রমাণ এটি, বলাই যায়।
জ্যোতি ঠাকুর, সিইও এবং প্রতিষ্ঠাতা, Business Era Magazine—
জ্যোতি ঠাকুর, Business Era Magazine-এর প্রতিষ্ঠাতা। জ্ঞানের বিস্তার এবং ব্যবসায়িক অন্তর্দৃষ্টিকে উৎসাহিত তিনি Business Era-কে একটি শীর্ষস্থানীয় প্রকাশনায় প্রবর্তন করেছেন। এর অত্যাধুনিক বিশ্লেষণ এবং বিষয়বস্তু সকলকে মুগ্ধ করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 11:01 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Year Ender 2023: উদ্ভাবনী চিন্তার জোরে সেরা ব্যবসায়ী তাঁরা; দেখে নিন ২০২৩ সালের সেরা দশের তালিকা