Money Mantra: আজ কোন কোন রাশির হাতে আসতে চলেছে মুঠো মুঠো টাকা ? জেনে নিন

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ব্যবসা এবং কর্মক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধির সুযোগ আসবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আর্থিক বিষয়ে নানা বাধার মুখে পড়তে হতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে দূর্বা নিবেদন করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
অন্যের কথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে বজরঙ্গবলীকে নারকেল নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ব্যবসা সম্প্রসারণের ইঙ্গিত রয়েছে, আর্থিক ভাগ্য প্রসন্ন থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী দুর্গাকে লাল ওড়না নিবেদন করুন।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকাই এখন উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিশুকন্যাদের ক্ষীর নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কর্মসূত্রে ভ্রমণ ও সেখান থেকে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে কলাগাছের নিচে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক চুক্তি সম্পন্ন করার আগে সব দিক দেখে নেওয়া দরকার।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে তেলে ভাজা অমৃতি খাওয়ান।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, সেখান থেকে শ্রীবৃদ্ধি হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও প্রতিবন্ধীর সেবা করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অংশীদারিত্ব বিপুল আর্থিক লাভের মুখ দেখাতে পারে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েকে চিনি-ময়দা খাওয়ান।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আর্থিক লক্ষ্যে নতুন তথ্য হাতের কাছেই পাওয়া যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের খাওয়ান।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আর্থিক দিকে সমস্যা এলেও তা কাটিয়ে ওঠা যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যের উপাসনা করুন।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আজ কোন কোন রাশির হাতে আসতে চলেছে মুঠো মুঠো টাকা ? জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement