Yasho Industries Stocks: বাম্পার রিটার্ন দেওয়া এই স্টকে এবার অংশীদারিত্ব বাড়িয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারী!
Last Updated:
Yasho Industries Stocks: অভিজ্ঞ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার (Ashish Kacholia) মতে ভবিষ্যতেও ভালো রিটার্ন দেবে এই স্টকটি।
দীর্ঘদিন ধরে অস্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় স্টক মার্কেটে। ২০২২ সালে, বিএসই সেনসেক্সে পতন হয় প্রায় দশ শতাংশ এবং প্রায় একই পরিমাণ পতন হয় নিফটি-তেও। এক বছরে ফ্ল্যাট হয়েছে নিফটি এবং সেনসেক্সের রিটার্ন। এমন পরিস্থিতিতেও কিছু শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এমনই একটি মাল্টিব্যাগার স্টক হল ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ার (Yasho Industries)।গত এক বছরে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে এই শেয়ার।
অভিজ্ঞ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার (Ashish Kacholia) মতে ভবিষ্যতেও ভালো রিটার্ন দেবে এই স্টকটি। এই কারণেই ২০২৩ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই মাল্টিব্যাগার স্টকে নিজের অংশীদারিত্ব বাড়িয়েছেন কাচোলিয়া। যদিও বৃহস্পতিবার, ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ারে পতন হয়েছে ৪.৬৫ শতাংশ এবং বিএসই-তে এটি বন্ধ হয়েছে ১৫০১.২১ টাকায়। এই কোম্পানির বর্তমান বাজার পূঁজি ১.৭ লক্ষ কোটি টাকা। ৫২ সপ্তাহে এই মাল্টিব্যাগার স্টকটির সর্বোচ্চ স্তর ২০৯৯ টাকা এবং সর্বনিম্ন স্তর ৪২১ টাকা৷
advertisement
advertisement
এই মাল্টিব্যাগার স্টকটির ইতিহাস
দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের গর্বিত করে আসছে ইয়াশো ইন্ডাস্ট্রিজের স্টক। পাঁচ বছরে এই স্টকটি ১৩৮৮ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এক বছরে এই স্টকটি বৃদ্ধি পেয়েছে ২৪২ শতাংশ। ২০২২ সালে এখনও পর্যন্ত এই স্টকটি প্রায় ২৮ শতাংশ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। গত এক মাসে এই স্টকটি বেড়েছে ৯ শতাংশ। এছাড়া পাঁচটি ট্রেডিং সেশনে এই স্টকটি বেড়েছে ৩.২৫ শতাংশ।
advertisement
ইয়াশো ইন্ডাস্ট্রিজে আশিস কাচোলিয়ার অংশীদারিত্ব
ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির ২৯৬৩২২ বা ২.৬০ শতাংশ শেয়ার রয়েছে আশিস কাচোলিয়া কাছে। আগের প্রান্তিকে আশিস কাচোলিয়া কাছে ছিল কোম্পানির ২৯১২৩১ বা ২.৫৫ শতাংশ শেয়ার। প্রথম ত্রৈমাসিকে কেমিক্যাল স্টক ফিনোটেক্স কেমিক্যালেও অংশীদারিত্ব বাড়িয়েছেন আশিস কাচোলিয়া। কোম্পানির জুন ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, আশিস কাচোলিয়া কাছে কোম্পানির ২১৪২৫৩৪ বা ১.৯৩ শতাংশ শেয়ার রয়েছে, যেখানে মার্চ ত্রৈমাসিকে আশিস কাচোলিয়া কাছে ছিল কোম্পানির ২০৪২৫৩৪ বা ১.৮৪ শতাংশ শেয়ার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2022 6:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Yasho Industries Stocks: বাম্পার রিটার্ন দেওয়া এই স্টকে এবার অংশীদারিত্ব বাড়িয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারী!