New Business Ideas: বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গৃহবধূ 

Last Updated:

New Business Ideas: বর্তমান দিনের সোনা, রুপোর গয়না ছেড়ে চাহিদা বেড়েছে হ্যান্ডমেড নানা জুয়েলারির।

+
জুয়েলারী

জুয়েলারী বানাচ্ছেন গৃহবধূ 

পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই শখ বিভিন্ন হাতের কাজের। কখনও উলের নানা জিনিস তৈরি, কখনও আবার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছেন হার, কানের দুল, চুড়ি, এমনকি মেয়েদের সাজসজ্জার নানা জিনিস। বাড়িতে থেকে সময় নষ্ট না করে হাতের নানান জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক গৃহবধূ। বর্তমান দিনে মেয়েদের সাজসজ্জার একাধিক জিনিস বাজারে বিক্রি হচ্ছে ভালো দামে। বর্তমান দিনের সোনা, রুপোর গয়না ছেড়ে চাহিদা বেড়েছে হ্যান্ডমেড নানা জুয়েলারির। অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা এমব্রডারি নানান গয়না বানিয়ে সামাজিক মাধ্যম এমনকি বাড়ি থেকে বিক্রি করে মাসিক বেশ আয়ের দিশা দেখাচ্ছেন ৷
বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। সংসার সামলে তিনি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে মাসে বেশ আয় করছেন।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকার এক গৃহবধূ। সামান্য জিনিস দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর গয়না।বালিচক এলাকার গৃহবধূ রিনা ঘোড়াই ঘোষ। তিনি স্নাতক পাস করবার পর শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বর্তমানে যৌথ পরিবারে সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগার এবং স্বনির্ভরতার জন্য সাংসারিক কাজের অবসরে বানাচ্ছেন নানান গয়না। প্রাথমিকভাবে তিনি বানাচ্ছেন অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি। বাজারে বেশ চাহিদা রয়েছে এগুলোর। দামও সাধ্যের মধ্যে।
advertisement
advertisement
প্রসঙ্গত গ্রামীণ এলাকায় জাঙ্ক জুয়েলারির চাহিদা যেমন বাড়ছে তেমনি স্বল্প দামে বিকচ্ছে এগুলো। সংসার, রান্না, পরিবার সামলে তিনি অবসরে করেন এই জাঙ্ক জুয়েলারি তৈরির কাজ। ৪০ থেকে ৪০০ কিংবা ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গয়নাগুলো।
advertisement
স্বাভাবিকভাবে বর্তমান দিনে চাকরির পিছনে না ছুটে বাড়িতে হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাস এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসার বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে তার। গৃহবধুর এই উদ্যোগ এবং স্বনির্ভরতার ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গৃহবধূ 
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement