EPFO Alert: ই-নমিনেশন ছাড়া মিলবে না এই সুবিধাগুলি, জেনে নিন নিয়ম

Last Updated:

EPF e nominations: কীভাবে নাম যোগ করবেন নমিনির ?

#নয়াদিল্লি: সেভিংস অ্যাকাউন্ট হোক বা এফডি বা ব্যাঙ্ক লকার, সবের ক্ষেত্রে নমিনি (Nominee) রাখা অত্যন্ত জরুরি ৷ একই ভাবে ইপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও নমিনি রাখা অত্যন্ত জরুরি ৷ EPF ও EPS (Employee Pension Scheme) এর বিষয়ে নমিনেশন করা দরকার যাতে EPFO মেম্বরারের অসময়ে মৃত্যু হলে তাঁর নমিনি সময়ে যেন টাকাটা পেয়ে যায় ৷
শুরু ই-নমিনেশন-
ইপিএফও নমিনির তথ্য দেওয়ার জন্য ই-নমিনেশনের সুবিধা শুরু করেছে ৷ এখানে অনলাইনে নমিনির নাম, জন্মতারিখ-সহ অন্যান্য তথ্য আপডেট করা যাবে ৷
advertisement
advertisement
মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা -
EPFO মেম্বার্স ইনস্যুরেন্স কভারের সুবিধা এমপ্লয় ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিমের (EDLI Insurance cover) আওতায় দিয়ে থাকে ৷ স্কিমের নমিনি অধিকতম ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভারের সুবিধা পেয়ে থাকেন ৷ নমিনেশন ছাড়া ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ক্লেম করার প্রোসেস আরও কঠিন হয়ে যাবে ৷ দেখে নিন অনলাইনে কীভাবে নমিনেশন ডিটেল ফিলআপ করবেন ?
advertisement
কীভাবে নাম যোগ করবেন নমিনির ?
১. প্রথমে ইপিএফও ওয়েবসাইটে গিয়ে >> Services >> For Employees >> Member UAN/Online Service এ ক্লিক করতে হবে
২. UAN and Password এর সঙ্গে লগইন করতে হবে
advertisement
৩. Manage Tab এর মধ্যে E-Nomination এ ক্লিক করতে হবে
৪. স্ক্রিনে Provide Details এর ট্যাব খুলে যাবে ৷ সেখানে Save এ ক্লিক করতে হবে
৫. Family Declaration আপডেট করার জন্য Yes এ ক্লিক করতে হবে
৬. Add Family Details করতে হবে
৭. জমা টাকার অংশ কীভাবে একাধিক নমিনির মধ্যে ভাগ হবে তার জন্য Nomination Details এ ক্লিক করতে হবে ৷ এবার Save EPF Nomination এ ক্লিক করতে হবে
advertisement
৮. OPT পাওয়ার জন্য E-sign এ ক্লিক করতে হবে ৷ আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে আপনি ক্লিক করতেই
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Alert: ই-নমিনেশন ছাড়া মিলবে না এই সুবিধাগুলি, জেনে নিন নিয়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement