Flipkart পা রাখতে চলেছে হেল্থকেয়ার সেক্টরে, কিনেছে অনলাইন ফার্মেসি সস্তাসুন্দরের মালিকানা!

Last Updated:

হেল্থকেয়ারের ব্যবসায় প্রবেশ করার প্রথম পদক্ষেপ হিসাবে Flipkart কিনে নিয়েছে এই সস্তাসুন্দরের অধিকাংশ।

#কলকাতা: জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Flipkart প্রবেশ করতে চলেছে হেল্থকেয়ার সেক্টরে। এই সেক্টরের ব্যবসায় প্রবেশ করার জন্য তারা শুরু করে দিয়েছে প্রস্তুতি। Flipkart কলকাতার অনলাইন ফার্মেসি সস্তাসুন্দরের (SastaSundar) প্রায় অনেকটা মালিকানাই ক্রয় করে নিয়েছে। কলকাতায় অবস্থিত সস্তাসুন্দর অনলাইন ফার্মেসি ডিজিটাল হেল্থকেয়ার প্ল্যাটফর্ম সস্তাসুন্দরডটকম (SastaSundar.com) সঞ্চালন করে। হেল্থকেয়ারের ব্যবসায় প্রবেশ করার প্রথম পদক্ষেপ হিসাবে Flipkart কিনে নিয়েছে এই সস্তাসুন্দরের অধিকাংশ।
সস্তাসুন্দর একটি অনলাইন ফার্মেসি। সস্তাসুন্দরডটকমের মাধ্যমে এরা বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ, হেলথকেয়ার প্রোডাক্ট বিক্রি করে। এখানে গ্রাহকরা বিভিন্ন ধরনের অফার এবং ছাড়ের সুবিধা পায়। এর সঙ্গে সঙ্গে গ্রাহকরা ঘরে বসেই তাদের প্রয়োজনীয় ওষুধ এবং হেল্থকেয়ার প্রোডাক্ট পেয়ে যায়। অনলাইন এই ফার্মেসির মাধ্যমে গ্রাহকদের তাদের মেডিসিনের প্রেসকিপশনের সাহায্যে দরকারি ওষুধ ক্রয় করতে হয়।
advertisement
advertisement
নিজেদের প্রয়োজন অনুযায়ী দরকারি ওষুধের অর্ডার দেওয়ার পরে, তাদের বাড়িতেই সেই প্রয়োজনীয় ওষুধ ডেলিভারি করা হয়। এই অনলাইন ফার্মেসি সস্তাসুন্দরের অনেকটাই কিনে নিয়েছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Flipkart। কত টাকায় Flipkart সস্তাসুন্দরের অধিকাংশ ক্রয় করেছে সেটা না জানালেও, Flipkart-এর তরফে জানানো হয়েছে যে তারা সস্তাসুন্দরের সঙ্গে হাত মিলিয়ে হেল্থকেয়ার সেক্টরের ব্যবসায় প্রবেশ করতে চলেছে। এর জন্য তারা নিয়ে আসতে চলেছে Flipkart হেল্থ প্লাস (Flipkart Health Plus) প্ল্যাটফর্ম।
advertisement
Flipkart কোম্পানির তরফে জানানো হয়েছে যে, সস্তাসুন্দরের অধিকাংশ মালিকানা নিজেদের হাতে নেওয়ার জন্য তারা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। সস্তাসুন্দরের সঙ্গে এই চুক্তির ফলে তারা পা রাখতে চলেছে হেল্থকেয়ার সেক্টরের ব্যবসায়। সস্তাসুন্দর অনলাইন প্ল্যাটফর্ম সস্তাসুন্দরডটকমের পরিচালনা করে। হেলথকেয়ার ব্যবসায় প্রবেশ করার জন্যই সস্তাসুন্দরের সঙ্গে করা হয়েছে এই চুক্তি। ২০১৩ সালে এল মিত্তল এবং রবিকান্ত শর্মা সস্তাসুন্দরের স্থাপনা করেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের কাছে দরকারি ওষুধ পৌঁছে দেওয়াই এদের একমাত্র লক্ষ্য ছিল। বাড়িতে বসেই দরকারি ওষুধ পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ছাড়ও পাওয়া যায় সস্তাসুন্দর অনলাইন প্ল্যাটফর্মে।
advertisement
সস্তাসুন্দরের সঙ্গে Flipkart-এর এই চুক্তি অনলাইন হেল্থকেয়ার বিপণন বাজারের কাছে নিঃসন্দেহে এক বিরাট খবর। বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের অনলাইন ফার্মেসি কোম্পানি রয়েছে, যারা বিভিন্ন ধরনের হেল্থকেয়ার প্রোডাক্ট এবং ওষুধ অনলাইনে বিক্রয় করে। Flipkart সস্তাসুন্দরের সঙ্গে হাত মিলিয়ে প্রবেশ করতে চলেছে হেল্থকেয়ারের এই সেক্টরে। Flipkart এই জন্য নিয়ে আসতে চলেছে Flipkart হেল্থ প্লাস প্ল্যাটফর্ম।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Flipkart পা রাখতে চলেছে হেল্থকেয়ার সেক্টরে, কিনেছে অনলাইন ফার্মেসি সস্তাসুন্দরের মালিকানা!
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement