Petrol Diesel Prices: অশোধিত তেলের দামে বিরাট পতন, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল-ডিজেলের দাম

Last Updated:

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: গত এক-দু’দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন দেখা গিয়েছে ৷ শনিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৩ ডলারের আশপাশে ট্রেড করছে ৷ চার-পাঁচ দিন আগেই ১০০ ডলারের উপরে চলে গিয়েছিল ৷ গত তিনদিনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১১ ডলার কমে গিয়েছে ৷ ৩১ অগাস্ট ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০৪.৪৩ ডলার ছিল, যা এখন ৯৩.৩৯ ডলার হয়ে গিয়েছে ৷
অশোধিত তেলের দামে পতনের জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ শনিবার সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এদিনও জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
  • advertisement
    অন্যান্য শহরে জ্বালানির দাম-
    • নয়ডা- পেট্রোল ৯৬.৬০ টাকা, ডিজেল ৮৯.৭৭ টাকা
    • গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা
    • লখনউ- পেট্রোল ৯৬.৪২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
    • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
    • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
    • advertisement
      দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
      এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
      view comments
      বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
      Petrol Diesel Prices: অশোধিত তেলের দামে বিরাট পতন, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল-ডিজেলের দাম
      Next Article
      advertisement
      দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
      দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
      • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

      • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

      • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

      VIEW MORE
      advertisement
      advertisement