Chicken Egg Prices Reduced: নেই চাহিদা! দেশজুড়ে মুরগির দামে বিরাট পতন, কমছে ডিমের দামও

Last Updated:

Chicken Egg Prices Today: ফার্ম গেট মুরগির দাম ১১৫ টাকা প্রতি কেজি থেকে ৬০ টাকায় নেমে এসেছে, যা উৎপাদন খরচের চেয়েও কম।

দাম কমছে মুরগির!
দাম কমছে মুরগির!
ভারতে কমতে শুরু করেছে মুরগির দাম! ফার্ম গেটের দাম ২৫-৫০ শতাংশ কমে যাওয়াতে দেশে মুরগির দামে বিরাট পতন। মহারাষ্ট্র এবং ছত্তিশগড় মুরগির দাম ব্যাপক কমে গিয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন শহরে ডিমের দামও ৩০-৩৫ শতাংশ কমেছে। দ্য পোল্ট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আহ্বায়ক বসন্তকুমার শেঠি বলেন, “গত ১৫ দিনে ফার্ম গেট মুরগির দাম ১১৫ টাকা প্রতি কেজি থেকে ৬০ টাকায় নেমে এসেছে, যা উৎপাদন খরচের চেয়েও কম। দামের পতন দ্রুত গতিতে হচ্ছে এবং মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের প্রত্যাশার চেয়েও বেশি, যেখানে শ্রাবণ মাস এখনও শুরু হয়নি।” উত্তর ভারতে যেখানে শ্রাবণ মাস ১৫ জুলাই থেকে শুরু হয়েছে, চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং জুন মাসে মুরগির ব্যাপক মূল্যের কারণে সামগ্রিকভাবেই ক্রেতার চাহিদা হ্রাস পেয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতীয় গমের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তাপপ্রবাহে ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে কম জোগান আর চাহিদা বেশি হওয়ার কারণে এমনটা হয়েছে। “অধিকাংশ কৃষক তাঁদের ফসল বিক্রি করেছেন। চাহিদা বেশি হওয়া সত্ত্বেও অল্প পরিমাণ শস্যই বিক্রির জন্য আসছে,” বলেন মধ্য ভারতের ইন্দোরের ব্যবসায়ী গোপালদাস আগরওয়াল। বুধবার স্থানীয় গমের দাম টন প্রতি রেকর্ড ২৩,৫৪৭ টাকায় দাঁড়িয়েছে। ১৪ মে রপ্তানিতে সরকারের অদ্ভুত নিষেধাজ্ঞার পরে সাম্প্রতিকের চেয়ে যা প্রায় ১২ শতাংশ বেশি।
advertisement
advertisement
সম্প্রতি, উচ্চ চাহিদার কারণে গত দেড় মাসে ভারতে গমের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। ময়দা, বিস্কুট এবং সুজির মতো পণ্য তৈরি করতে গমের চাহিদা এবং বর্ষায় সরবরাহের সমস্যার কারণে দাম আরও বেড়েছে।
দেশের উত্তরাঞ্চলে গমের দাম জুন মাসে প্রতি কুইন্টাল ২,২৬০-২,২৭০ টাকা থেকে লাফিয়ে এখন ২,৩০০-২,৩৫০ টাকা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বড়ো কোম্পানি ও ব্যবসায়ীরা তাদের মজুত পণ্য ধরে রেখে দাম বাড়বে বলে আশা করছে। যেখানে ছোটো কৃষক ও ব্যবসায়ীরা ইতিমধ্যেই তাদের মজুত থাকা পণ্য বিক্রি করে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Chicken Egg Prices Reduced: নেই চাহিদা! দেশজুড়ে মুরগির দামে বিরাট পতন, কমছে ডিমের দামও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement