Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আপনি কী ঋণ পাবেন? জেনে নিন...

Last Updated:

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সুবিধা পাওয়ার মাপকাঠিগুলি কী কী?

#নয়াদিল্লি: জনবহুল ভারতে প্রতিদিন বাড়ছে বাড়ির চাহিদা। কিন্তু বাধ সাধছে সামর্থ্য। গরিব অথবা মধ্যবিত্ত পরিবারে সংসার চালাতেই হাঁসফাঁস দশা। বাড়ি তৈরির খরচ আসবে কোথা থেকে? এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। দুঃস্থ মানুষের মাথার উপর ছাদ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কারা ঋণ পাওয়ার যোগ্য? এটা পরিষ্কার ভাবে বোঝানোর জন্য ‘মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আর্বান পভার্টি অ্যালেভিয়েশন’-এর তরফে একটি নির্দিষ্ট রূপরেখা ছকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই প্রকল্পে সাহায্য করতে এগিয়ে এসেছে দেশের কিছু নামীদামি ব্যাঙ্কও। কেন্দ্রীয় সরকার আবেদনকারীর হয়ে বাকি অর্থ প্রদান করে বলে এই ব্যাঙ্কগুলি তুলনামূলক ভাবে কম সুদের হারে ঋণ দেয়। ফলে অর্থনৈতিক ভাবে দুর্বল বহু মানুষকে বাড়ি তৈরির জন্য সাহায্য করতে পারে সরকার।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সুবিধা পাওয়ার মাপকাঠিগুলি কী কী?
  • যাঁদের পাকা বাড়ি নেই অথবা যাঁদের কাঁচা বাড়ি রয়েছে, একমাত্র তাঁরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • advertisement
  • বিবাহিত দম্পতি একক বা আলাদা ভাবে আবেদন করতে পারেন। কিন্তু ভর্তুকি একটি ক্ষেত্রেই মিলবে।
  • আবেদনকারী যদি আগে কখনও ভারত সরকারের কোনও প্রকার হাউজিং স্কিমের আওতায় (সে কেন্দ্র হোক বা রাজ্য) সরকারি সাহায্য লাভ করে থাকেন, তা হলে তিনি আবেদন করতে পারবেন না।
  • advertisement
  • পরিবারের কেউ সরকারি কর্মচারী থাকলে আবেদন করা যাবে না।
  • এসসি, এসটি এবং ওবিসি জাতির মানুষজন এবং ইডব্লিউএস এবং এলআইজি-র অন্তর্ভুক্ত মহিলারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সুবিধা গ্রহণের জন্য যোগ্য।
  • দেখে নেওয়া যাক আয়ের ভিত্তিতে কারা কতটা সুবিধে পাবেন?
    অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস:
    advertisement
    যাঁদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম, তাঁদের অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস বিভাগে রাখা হয়েছে। এঁরা ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকি পাবেন। এঁদের ক্ষেত্রে সর্বোচ্চ কার্পেট এরিয়া হল ৬০ স্কোয়ার মিটার বা ৬৪৫.৮৩ স্কোয়ার ফুট। 
    নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি: 
    advertisement
    যাঁদের বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি বিভাগে রাখা হয়েছে। এঁরা ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকির সুবিধে পাবেন। এঁদের ক্ষেত্রে সর্বোচ্চ কার্পেট এরিয়া হল ৬০ স্কোয়ার মিটার বা ৬৪৫.৮৩ স্কোয়ার ফুট। 
    মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১:
    advertisement
    যাঁদের বার্ষিক আয় ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১ বিভাগে রাখা হয়েছে। এঁরা ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি পাবেন। অর্থাৎ সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৫ শতাংশ হারে টাকা মেটাতে হবে। কারণ বাকি ৪ শতাংশ ভর্তুকি হিসেবে কেন্দ্র মেটাবে। 
    মধ্য আয় গোষ্ঠী ২ বা এমআইজি ২: 
    যাঁদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের মধ্য আয় গোষ্ঠী ২ বা এমআইজি ২ বিভাগে রাখা হয়েছে। এঁরাও ২০ বছরের জন্য ১২ লক্ষ টাকা লোনের সুদে ৩ শতাংশ সাবসিডি পাবেন। অর্থাৎ সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৬ শতাংশ হারে টাকা মেটাতে হবে। কারণ বাকি ৩ শতাংশ ভর্তুকি হিসেবে কেন্দ্র মেটাবে। 
     দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) মধ্য আয় গোষ্ঠী বিভাগে কত টাকা লোন পাওয়া যাবে--
    বিবরণএমআইজি১এমআইজি২
    পারিবারিক আয়বার্ষিক ১২ লাখ টাকাবার্ষিক ১৮ লাখ টাকা
    লোনের সর্বোচ্চ মেয়াদকাল২০ বছর২০ বছর
    সুদে ভর্তুকিবার্ষিক ৪ শতাংশবার্ষিক ৩ শতাংশ
    সিএলএসএস-এর আওতায় সুদে ভর্তুকির জন্য ঋণের পরিমাণ৯ লক্ষ টাকা১২ লক্ষ টাকা
    সুদে সর্বোচ্চ ভর্তুকি২.৩৫ লক্ষ টাকা২.৩ লক্ষ টাকা
    এনপিভি বা নেট প্রেসেন্ট ভ্যালুর জন্য ছাড়ের হার৯ শতাংশ৯ শতাংশ
    সর্বোচ্চ কার্পেট এলাকা৯০ স্কোয়ার মিটার১১০ স্কোয়ার মিটার
    সুদের ভর্তুকি-সহ মাসিক কিস্তি৫,৮৩৪ টাকা৮০৫৯ টাকা
    সুদের  ভর্তুকি ছাড়া মাসিক কিস্তি৭৮৯৪ টাকা১০৫২৮ টাকা
    দেখে নেওয়া যাক অর্থনৈতিক ভাবে দুর্বল এবং নিম্ন আয় গোষ্ঠী বিভাগে কত টাকা লোন পাওয়া যাবে--
    মোট লোনের পরিমাণ৩ লক্ষ টাকা৬ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
    ভর্তুকির পরিমাণ৩ লক্ষ টাকা৩ লক্ষ টাকা৩ লক্ষ টাকা
    ব্যালেন্স লোন১,৬৬,৩২০ টাকা৩.৩২ ৭২০ টাকা৭,৩২.৭২০ টাকা
    সুদে ভর্তুকি১,৩৩,৬৪০ টাকা২,৬৭, ২২০ টাকা২,৬৭,২৮০ টাকা
    প্রাথমিক ইএমআই২,৮৯৫ টাকা৫,৭৯০ টাকা৯,৬৫০ টাকা
    ভর্তুকি যোগ হওয়ার পর ইএমআই হ্রাস১,৬০৫ টাকা৩,২১১ টাকা৭,০৭১ টাকা
    প্রত্যেক মাসে সঞ্চয়ের পরিমাণ১২৯০ টাকা২,৫৭৯ টাকা২,৫৭৯ টাকা
    বছরে সঞ্চয়ের পরিমাণ১৫,৪৮০ টাকা৩০,৯৪৮ টাকা৩০, ৯৪৮ টাকা
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আপনি কী ঋণ পাবেন? জেনে নিন...
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement