Union Budget 2023: তারিখ, সময়, প্রত্যাশা, কখন এবং কোথায় লাইভ দেখবেন? জেনে নিন এখানে

Last Updated:

৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

#কলকাতা: ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। সংসদের সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর শুরু হবে বাজেট পর্ব। উল্লেখ্য, দেশের শীর্ষ পদে আসীন হওয়ার পর সংসদের দুই কক্ষে এটাই রাষ্ট্রপতির প্রথম ভাষণ। অধিবেশনের প্রথম দিন উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষাও পেশ করা হবে।
২০২৩ কেন্দ্রীয় বাজেটের তারিখ ও সময়: অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে। ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের লাইভ স্ট্রিমিং শুরু হবে সকাল থেকেই। দর্শকদের কাছে স্ট্রিম বেছে নেওয়ার জন্য অনেকগুলি বিকল্প থাকবে।
advertisement
advertisement
২০২৩-এর কেন্দ্রীয় বাজেট কখন এবং কোথায় দেখা যাবে: দর্শকরা লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, ডিডি নিউজ এবং নিউজ চ্যানেলগুলিতে বাজেট ২০২৩-এর লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। নিউজ ১৮-এর পর্দাতেও দেখা যাবে নির্মলা সীতারমণের লাভ ভাষণ। বাজেট ২০২৩-এর ঘোষণাগুলি ভাল ভাবে বোঝার জন্য এবং বাজেট পরবর্তী বিশ্লেষণও পাওয়া যাবে। পাশাপাশি দর্শকরা চাইলে কেন্দ্রীয় বাজেটের লাইভ উপস্থাপনা স্ট্রিম করতে লোকসভা এবং সংসদ টিভির (সরকারি সংসদ চ্যানেল) অফিসিয়াল ইউটিউব এবং ট্যুইটার চ্যানেলগুলিতেও যেতে পারেন। দূরদর্শন ২০২২ সালের বাজেট বক্তৃতাও সম্প্রচার করবে।
advertisement
সংসদের বাজেট অধিবেশন: বাজেট অধিবেশন চলবে দুদফায়। প্রথম দফায় ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফার শুরু হবে ৬ মার্চ। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় বাজেট পেশ এবং আনুষঙ্গিক আলোচনার পর দ্বিতীয় দফায় স্থায়ী কমিটিগুলি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদানের অনুরোধগুলি বিশ্লেষণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের উপর দুই কক্ষে বিশদ আলোচনাও হবে।
advertisement
১ ফেব্রুয়ারি বাজেট পেশ: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। গত কয়েক বছরে বেশ কয়েকটি দীর্ঘ বাজেট বক্তৃতার সাক্ষী থেকেছে দেশ। যেমন ২০১৫ সালে ২ ঘণ্টা ১৫ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। যা ভারতের ইতিহাসে দীর্ঘ বাজেট বক্তৃতার রেকর্ড গড়েছে।
বেতনভোগী শ্রেণীর প্রত্যাশা: আয়করদাতারা, বিশেষ করে বেতনভোগী শ্রেণি, অর্থমন্ত্রীর কাছ থেকে সামগ্রিক ট্যাক্স ব্র্যাকেট বাড়ানোর এবং আয়কর স্ল্যাবগুলিতে কর ছাড় বা পরিবর্তন গ্রহণের আশা রাখছেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: তারিখ, সময়, প্রত্যাশা, কখন এবং কোথায় লাইভ দেখবেন? জেনে নিন এখানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement