Union Budget 2022: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন নির্মলার বাজেট?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গত বছর সকলের কাছে বাজেট সংক্রান্ত নথি পৌঁছে দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করে কেন্দ্র।
#নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তার আগে সোমবার বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)। অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন নির্মলা। সেখানে আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৮ থেকে ৮.৫ শতাংশ ছুঁতে পারে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি করোনা সঙ্কট কাটিয়ে দেশের বৃদ্ধির চাকা ঘুরছে বলেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার মোদি সরকারের দশম এবং নির্মলা সীতারমণের চতুর্থ বাজেট পেশ। অবশ্য এর মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে একটি অন্তর্বর্তীকালীন বাজেট আছে। যাই হোক, সকাল ১১টায় বাজেট বক্তৃতা শুরু করবেন নির্মলা। সাধারণ মানুষের চোখ রাখবেন টিভি, কম্পিউটার এবং মোবাইল স্ক্রিনে। সংসদ টিভিতে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। পাশাপাশি সংসদ টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে সম্প্রচার। আপডেট পাওয়া যাবে ট্যুইটারে। ফেসবুক ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাজেটের লাইভ সম্প্রচার চলবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
গত বছর সকলের কাছে বাজেট সংক্রান্ত নথি পৌঁছে দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করে কেন্দ্র। তার নাম ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’। সাংসদ, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষ যাতে সহজেই বাজেটের বিস্তারিত তথ্য জানতে পারেন, তার জন্যই এই অ্যাপ চালু করা হয়। এবারও এই অ্যাপের মাধ্যমেই বাজেটের খুঁটিনাটি তথ্য জানা যাবে।
advertisement
বাজেট পেশের সময়সীমা থাকতে পারে ৯০ থেকে ১২০ মিনিটের মধ্যে। যদিও ২০১৯ সালে নিজের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন নির্মলা। ২ ঘণ্টা ১৫ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন। পরের বছর সেই রেকর্ডও ভেঙে দেন। ২০২০ সালে প্রায় ১৬০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। ভারতের বাজেটের ইতিহাসে সেটাই এখনও পর্যন্ত দীর্ঘতম বক্তৃতা।
advertisement
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং করোনার ফলে লকডাউনের জেরে অর্থনৈতিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি এবং বাজারের মন্দার প্রভাব সহ্য করেছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সরকার নিয়ম শিথিল এবং নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে, বেতনভুক কর্মী ও ব্যবসায়ীরা এবার বাজেটে বিশেষ লাভবান হবেন। করছাড়ের পরিমাণ আরও বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে। পাঁচ রাজ্যে ভোটের দিকে তাকিয়ে বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা থাকতে পারে বলে অনুমান অর্থনীতিবিদদের। বিশেষ করে পিএম কিষাণ যোজনার সুবিধা যাঁরা পান, তাঁদের জন্যেও বিশেষ ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, এবার বাজেট অধিবেশন দু'টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 7:41 AM IST