Union Budget 2022: আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৮ থেকে ৮.৫ শতাংশে, অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ কেন্দ্রের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Economic Survey 2022: কোভিডের ধাক্কা কাটিয়ে উঠবে ভারতের অর্থনীতি।
#নয়াদিল্লি: ২০২২ সালে অর্থনৈতিক সমীক্ষার (Economic Survey 2022) রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সরকার। সোমবারই সংসদে শুরু হয়েছে এ বারের বাজেট (Union Budget 2022) অধিবেশন। অধিবেশন (Union Budget 2022) শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পর অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়েছে, কোভিডের ধাক্কা সামলে আগামী অর্থ বর্ষ, অর্থাৎ ২০২২-২৩ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৮ থেকে ৮.৫ শতাংশ। বলা হয়েছে, কোভিডের ধাক্কা কাটিয়ে উঠবে ভারতের অর্থনীতি।
যদিও যে রিপোর্ট (Economic Survey 2022) পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, মুদ্রস্ফীতি, সুদের হার হ্রাস পাওয়া। যে টের পাওয়া যাবে ভারতেও। অর্থনৈতিক সমীক্ষায় আপাতত মূল বিষয় হিসাবে কৃষি, শিক্ষা ও বেকারত্বকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, 'এই যাবতীয় পূর্বভাস করা হয়েছে কয়েকটি বিষয় মাথায় রেখে। যদি অতিমারির আর বড় কোনও প্রভাব না পড়ে, যদি স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়, যদি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু ৭০ থেকে ৭৫ মার্কিন ডলার থাকে, আর যদি আন্তর্জাতিক সাপ্লাই চেন আগামী বছরে আর কোনও ভাবে ব্যাহত না হয়, তাহলে ভারতের আর্থিক বৃদ্ধির হার এমনই থাকবে।'
advertisement
advertisement
এই মাসের শুরুতেই National Statistical Office (NSO)-এর তরফ থেকে একটি বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছিল, বর্তমান আর্থিক বৃদ্ধির হার থাকবে ৯.২ শতাংশ। The International Monetary Fund (IMF)-এর পূর্বাভাসে বলা হয় ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে ৯ শতাংশ, ২০২৪-এ সেটা কমে হবে ৭.১ শতাংশ। গত বছরের থেকে এ বছরের পূর্বাভাস ২ শতাংশ কম।
advertisement
আরও পড়ুন: জলাভূমিতে ভেসে উঠল দেহ, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের খুনের অভিযোগ
রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারত সরকারের ক্যাপিটাল এক্সপ্যানডিচার বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ, এই বছর এপ্রিল থেকে নভেম্বরের হিসাব এখানে দেওয়া হয়েছে। একাধিক পরিকাঠামো উন্নয়নে খরচ করেছে সরকার। তৈরি করা হয়েছে রাস্তা, রেলট্র্যাক ও আবাসন। বর্তমান আর্থিক বর্ষ, অর্থাৎ ২০২১-২২ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এই খরচের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৪ লক্ষ কোটি। তবে সমীক্ষার বলা হয়েছে, জলবায়ু অর্থনীতি আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 3:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৮ থেকে ৮.৫ শতাংশে, অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ কেন্দ্রের