Union Budget 2022: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ

Last Updated:

Union Budget 2022: মোদি সরকারের বাজেট কীভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করে সেদিকেই সবার নজর।

#নয়াদিল্লি: অর্থনীতিতে করোনার কাঁটা। বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা। বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ। করোনাকালে ভারতের অর্থনীতি অনেকটা K-এর মতো। একাংশের আয়ে হু হু করে বড়েছে। অনেকের আয়ে দিন দিন কমেছে। অনেকে আবার চাকরি হারিয়েছেন ৷ এমনই পরিস্থিতিতে এবার বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ।
বাজেটে চ্যালেঞ্জ কর্মসংস্থান
advertisement
  • করোনা কালে চাকরি হারিয়েছেন অনেকে
  • সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী, গত বছর জানুয়ারিতে দেশে বেকারত্বের হার ছিল সাত দশমিক নয় শতাংশচার মাসে সর্বোচ্চ
  • এই পরিস্থিতিতে কর্মসংস্থান তৈরি করাই মোদি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ
advertisement
অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান তখনই হবে যখন বিনিয়োগ আসবে
বাজেটে চ্যালেঞ্জ বিনিয়োগ
  • করোনার জেরে বিশ্বজুড়েই অর্থনীতিতে ভাটা।
  • ফলে, গত কয়েক বছরে সে ভাবে বড় বিনিয়োগের মুখ দেখেনি দেশ।
  • বিনিয়োগ টানা মোদি সরকারের অন্যতম চ্যালেঞ্জ ৷
বাজেটে চ্যালেঞ্জ পরিকাঠামো
  • পরিকাঠামো খাতে বিপুল খরচ করে কর্মসংস্থান এবং উন্নয়নের উদ্যোগ নিয়েছে মোদি সরকার
  • প্রকল্পের নাম ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন
  • কিন্তু, চলতি বছরে এই প্রকল্পের কাজ সে ভাবে এগোয়নি বললেই চলে
  • পরিকাঠামো উন্নয়ন মানেই শিল্পের সম্ভাবনা। কর্মসংস্থানের সুযোগ
advertisement
বাজেটে চ্যালেঞ্জ জনকল্যাণে খরচ
  • করোনা কালে গরিব দেশবাসীকে বিনামূল্যে চাল-ডাল দিতে কেন্দ্রের খরচ হয়েছে আনুমানিক ২ লক্ষ ২৪ হাজার কোটি টাকা
  • এর সঙ্গে রয়েছে করোনার টিকা কেনার খরচ
  • আগামী বছরও এই দুই খরচ বহাল থাকলে তার টাকা জোগাড় করা মোদি সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠবে
advertisement
বাজেটে চ্যালেঞ্জ বিলগ্নিকরণ
  • কেন্দ্রের আয়ের অন্যতম পথ বিলগ্নিকরণ
  • বিভিন্ন সংস্থা বেসরকারি হাতে তুলে দিয়ে এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয়ের লক্ষমাত্রা ঠিক করেছিল মোদি সরকার
  • এই লক্ষমাত্রা পূরণও কঠিন বলেই মনে করছেন অনেকে
  • এরই মাঝে সাফল্য টাটার এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ
advertisement
মোদি সরকারের বাজেট কীভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করে সেদিকেই সবার নজর।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement